রবিবার ● ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন
আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন
এম বড়ুয়া, লামা (বান্দরবান) প্রতিনিধি :: বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে।
আজ রবিবার ২০মার্চ ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে এই কার্যক্রম শুরু হয়।
সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের মাঝে চিনি কেজিপ্রতি -৫৫ টাকা, মশুর ডাল কেজিপ্রতি - ৬৫ টাকা,সয়াবিন তেল কেজিপ্রতি - ১১০ টাকা দরে বিক্রি করা হয়।
পবিত্র রমজান উপলক্ষে সরকার বানিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উদ্বোধন করবেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান জয়নাল আবেদীন,প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন, পরিষদের সচিব মানিক বড়ুয়া, ও বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং মহিলা সদস্যগণ।
সকাল ১০ টা হতে নিম্ন আয়ের জনসাধারণ লাইন ধরে টিসিবির পন্য সংগ্রহ করেন।স্বল্পদামে পণ্যক্রয় করতে পারায়, উপস্থিত অনেকে স্বস্তি প্রকাশ করেন।