শিরোনাম:
●   কাউখালীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্টাতা বার্ষিকী পালন ●   পানছড়িতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ●   ঘোড়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন ●   বিজিবির অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক ●   তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বিএনপির বিক্ষোভ ●   সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র আত্মপ্রকাশ ●   আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালন ●   অস্থিতিশীলতা সৃষ্টির সকল উসকানির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ●   রাউজানে আগুনে ৫ দোকান ভস্মিভূত ●   ঘোড়াঘাটে দৈনিক সকালের বাণীর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   রাঙামাটিতে জাতীয় যুব দিবস পালিত ●   ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি ●   কাউখালীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য অপহরণ ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত ●   মিরসরাইয়ের বিএনপি নেতা হত্যার মামলায় ছাত্রলীগ নেতা ফিরোজ গ্রেফতার ●   আত্রাইয়ে নবাগত ইউএনও‘র যোগদান ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সড়ক অবরোধ পালিত ●   মিরসরাইয়ের ধুমে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ●   কুষ্টিয়াতে আাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ●   ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২ ●   নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ●   সবার জন্য ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল নিশ্চিত করতে হবে ●   ঘোড়াঘাটে জমিজমা বিরোধে মা ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা ●   ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত ২ ●   তারল্য সংকটে ন্যাশনাল ব্যাংক, সিলেটের শিবগঞ্জে ক্ষুব্ধ গ্রাহকদের তালা ●   খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা : অবরোধের ডাক ●   বারইয়ারহাট থেকে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানেরও সংস্কার জরুরী ●   তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে ●   রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ বিষয়ক সেমিনার
রাঙামাটি, রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ন্যাশনাল ডিফেন্স কলেজের কেপস্টোন কোর্সের ফেলোদের সাথে মতবিনিময় সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ন্যাশনাল ডিফেন্স কলেজের কেপস্টোন কোর্সের ফেলোদের সাথে মতবিনিময় সভা
মঙ্গলবার ● ২২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ন্যাশনাল ডিফেন্স কলেজের কেপস্টোন কোর্সের ফেলোদের সাথে মতবিনিময় সভা

--- আজ ২২ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নমিনাল রুল অব ফেলোস এন্ড ফ্যাকাল্টি অব কেপস্টোন কোর্স ২০২২/১ এ অংশগ্রহণকারীদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা রাঙামাটির বোর্ডের প্রধান কার্যালয় কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব) ভাইস চেয়ারম্যান এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। অনুষ্ঠানে চেয়ারম্যান নমিনাল রুল অব ফেলোস এন্ড ফ্যাকাল্টি অব কেপস্টোন কোর্স ২০২২/১ এ অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও স্বাগত জানান। ধারাবাহিকভাবে পরিচিতি পর্ব শেষে মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব) সদস্য বাস্তবায়ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমসহ সার্বিক কর্মকান্ড নিয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের জন্য পার্বত্য জেলা পরিষদ এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে স্থানীয় জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় জনমানুষের খাদ্যের চাহিদার ভিত্তিতে ঐতিহ্যবাহী জুম চাষের পাশাপাশি তিন পার্বত্য জেলায় কৃষি ও সেচ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে মাস্টার প্লান প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করা উচিত।
ফেলোদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব) পর্যাক্রমে প্রশ্নের উত্তর দেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী জুম চাষ, জীববৈচিত্র্য ও দুর্গমতা বিবেচনায় আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রদান, মিশ্র ফল চাষ, গাভী পালন প্রকল্প, উন্নতজাতের মসলা চাষ, কফি ও কাজুবাদাম প্রকল্প, সুগার ক্রপ প্রকল্প, তুলা চাষ প্রকল্প ও সোলার সিস্টেম প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত তথ্যাদি তোলে ধরা হয়। পার্বত্য এলাকায় তামাক চাষকে নিরুৎসাহিত করার লক্ষ্যে ইক্ষু চাষসহ কৃষিজাতের লাভজনক টেকসই ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের বিষয় নিয়ে আলোচনা করা হয়। নমিনাল রুল অব ফেলোস এন্ড ফ্যাকাল্টি অব কেপস্টোন কোর্স ২০২২/১ এ ফেলোরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামগ্রিক উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে ভূয়সী প্রশংসা করেন এবং এধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময় সভার শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা বোর্ডের পক্ষ থেকে ফেলোদের শুভেচ্ছা উপহার তুলে দেন।
এছাড়া নমিনাল রুল অব ফেলোস এন্ড ফ্যাকাল্টি অব কেপস্টোন কোর্স ২০২২/১ এ ফ্যাকাল্টি এন্ড স্টাফ অফিসারের মধ্যে কোর্স পরিচালক মেজর জেনারেল মো. রাশেদ আমিন, ওএসপি,আরসিডিএস,এনডিসি, পিএসসি (এলপিআর), ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক, এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি, কর্ণেল ইমরানুজ্জামান, বিএসপি, কর্ণেল শরিফ মো. আমান হাসান, এসপিপি, পিএসসি, লে: কর্ণেল মামুন উর রশীদ, এএফডব্লিউ, পিএসসি সহ প্রমূখ সফর সঙ্গীবৃন্দ।
কেপস্টোন কোর্স ২০২২ ফেলোদের মধ্যে মেহেরপুর-২ এর সংসদ সদস্য মোহাম্মদ শাহীদুজ্জামান, টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম (টিটু), সংরক্ষিত মহিলা আসন-৬ সংসদ সদস্য বেগম খাদিজাতুল আনোয়ার, সংরক্ষিত মহিলা আসন-২৮ সংসদ সদস্য সায়েদা রুবিনা আক্তার, সংরক্ষিত মহিলা আসন-৩০ সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, নীলফামারি-৩ সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, বিএ-৩৬৫৩ মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেইন, এডব্লিউসি, পিএসসি, পি এনও ৫৩৬ আর এডিএম এম মাহবুব-উল ইসলাম,বিএসপি,এনডিসি,পিএসসি, বিডি/৭৯৬৯ এভিএম হাসান মাহমুদ খান, ওএসপি. জিইউপি,এনএসডব্লিউ,পিএসসি, জিডি (পি), মো. ফলেহ এলাহি ভূঁইয়া (উপসচিব), জেলা ও দায়রা জজ, শমরেন্দ্র নাথ বিশ্বাস, উপ এটর্নী জেনারেল, প্রফেসর ড. এ.কে. এম জামাল উদ্দিন, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. আবু বক্কর মো ইসলাম, ইলেক্ট্রিকেল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জনিয়ারিং বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. অনির্বান মুস্তাফা স্থপতি বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়, মো. ওমর ফারুক, প্রধান বার্তা সম্পাদক, বাসস; ড. আবু ইউসুফ ফকির, অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা বিভাগ, মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) বাংলাদেশ রেলওয়ে, চানু গোপাল ঘোষ, ব্যবস্থাপনা উপপরিচালক, বাংলাদেশ কৃষি ব্যাংক, এম. এ মোমেন ভাইস প্রেসিডেন্ট এফবিসিসিআই আইকন, প্রীতি চক্রবর্তী, পরিচালক, এফবিসিসিআই, চেয়ারম্যান, ইউনিভারসেল মেডিকেল কলেজ এন্ড হসপিতাল, সৈয়দ সাদাৎ আলমাস কবির, পরিচালক, এফবিসিসিআই, সিইও, মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড, ড. নাদিয়া বিনতে আমিন, পরিচালক, এফবিসিসিআই এন্ড প্রেসিডেন্ট, ওমেন এন্টারপ্রিনিয়রশীপ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, মুনমুন রহমান, পরিচালক, বিডব্লিউসিসিআই ও ফারমিনা হোসেন, ডিরেক্টর অপারেশনস ফাইনেন্সিয়াল সার্ভিস,এইচডিআর,আইসিটি ব্যুারো বাংলাদেশ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)