বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের দায়ে দু’ব্যাক্তির যাবজ্জীবন
খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের দায়ে দু’ব্যাক্তির যাবজ্জীবন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ মার্চ দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহের এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মো. রেজাউল করিম হাওলাদার (৩৭) মাটিরাঙ্গার কাঠাল বাগান এলাকার হানিফ হাওলাদারের ছেলে এবং মো. সাবু মিয়া (৩৫) একই এলাকার মৃত. জামাল মিয়ার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানান, ২০১৬ সালের ১৭ এপ্রিল মাটিরাঙ্গার মুসলিমপাড়া এলাকায় মো. সাবু মিয়ার বাগান বাড়িতে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা।
পরে লজ্জায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায় ওই কিশোরী। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর একই বছরের ১৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরী মারা যায়।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা একই বছরের ১৭ নভেম্বর মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২২ জানুয়ারি মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মাটিরাঙ্গা থানার ওসি মো. সাহাদাত হোসেন টিটো। মামলা চলাকালীন পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায় দেন।
বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দৃষ্টান্তমূলক এ রায় সমাজের মানুষের কাছে স্মরণীয় হতে থাকবে।
এদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আলী নুর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।