শুক্রবার ● ২৫ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল রাউজানের জাফর
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল রাউজানের জাফর
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে রাউজান উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের জাতীয় পাটির সাবেক নেতা মরহুম জিয়াউদ্দীন আহমেদ বাবলু বাড়ীর এলাকার ইদ্রিস ড্রাইবারে বাড়ীর দিনমজুর মো. জাফর (৪৫)। গত ১০ মার্চ সকাল ৭টার দিকে কাপ্তাই সড়কের নজুমিয়া হাট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানেকে প্রাইভেটকার ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে ঐ দিন গাড়ী চালক তৌহিদুল ইসলাম আসিফ নিহত হয়। আহত অবস্থায় কদলপুর ইউনিয়নের জাফরসহ আরও ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন অবস্থায় মো. জাফর ২৫ মার্চ শুক্রবার সকালের দিকে তার মৃত্যু হয়। নিহত জাফর এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। পিতাকে হারিয়ে তিন অবুঝ সন্তান কান্নাকাটি করেছে। শুক্রবার রাত সড়ক দুর্ঘটনায় নিহত জাফরের জানযা নামাজ অনুষ্ঠিত হবে।
ইটের চাপায় এক শ্রমিকের মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত ইট ভাটা থেকে পুরাতন ইট সংগ্রহ করতে গিয়ে এক
শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ২৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাজি পাড়া এলাকায়। জানা যায়, শামীম কোম্পানি নামে এক ব্যাক্তি ইজারা নিয়ে ইট ভাটা করেন। ইট ভাটার মালিক ইফতিয়ার হোসেন শ্রমিক দিয়ে ইট ভাটায় থাকা ভাটির পরিত্যক্ত ইট সংগ্রহ করতে কাজে লাগান শ্রমিকদের। তখন ইটা সংগ্রহ করতে গিয়ে ভাটির ইটের চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। মৃত্যু হওয়া শ্রমিকের নাম আলী আকবর। সেই পৌরসভার ৯ নং ওয়ার্ডের আবদুর রহমানের পুত্র। স্থানীয় পৌর কাউন্সিল জসিম উদ্দিন চৌধুরী মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান ইট ভাটায় এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। লাশ উদ্ধার করেছে পুলিশ।