শনিবার ● ২৬ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি :: সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস পালন করা হয়েছে।
শনিবার ২৬ মার্চ ভোর সাড়ে ৫টায় ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে জেলা শহরের চেঙ্গী স্কয়ারস্থ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এসময় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. আবদুল আজিজ, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ জাবারাং কল্যাণ সমিতি, তৃণমূল উন্নয়ন সংস্থা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি,জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম।
পুষ্পার্ঘ অর্পনের পরপরেই জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে শহরে শোভাযাত্রা করে স্মৃতিসৌধে ফুল দিয়ে দেশের জন্য আত্ম-উৎসর্গকারী বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
মাইসছড়িতে ১৮ কেজি গাঁজাসহ আটক-৩
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ির মাইসছড়ি বাজার থেকে ১৮কেজি গাঁজাসহ ৩জনকে আটক করেছে ব়্যাব-৭।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল ৩টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব়্যাব ৭এর ডিএডি মো. আবুল কালাম আজাদ (নৌ) এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনার সময় মাইসছড়ি বাজার এলাকা থেকে ৩ব্যাক্তিকে ১৮ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত আসামীরা হলো-জেলা সদরের দাঁতকুপিয়া এলাকার ওপেন্দ্র চাকমার ছেলে সন্তুময় চাকমা (৩৬), মৃত সমতি রঞ্জন চাকনার ছেলে অরজিত চাকমা (৩৫) ও বিজয় মোহন চাকমার ছেলে সঞ্চয় চাকমা (৪২)।
মহালছড়ি থানার ওসি মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮এর (৩৬) ১সারণি ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।