সোমবার ● ২৮ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের সাথে ১লক্ষ ৯৫ হাজার টাকায় সমঝোতা
রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের সাথে ১লক্ষ ৯৫ হাজার টাকায় সমঝোতা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে বালুভর্তি ড্রাম ট্রাক- যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে মা ও শিশু কন্যাসহ নিহত দুই জনের পরিবার ও আহতদের পরিবারের
সাথে ট্রাক মালিকের বৈঠকে ১লক্ষ ৯৫হাজার টাকা ক্ষতিপূরণের মাধ্যমে সমঝোতা হয়েছে।
ঘাতক ড্রাম ট্রাকের মালিক হেদায়েত উল্লাহ শিশুকন্যাসহ নিহত তাসলিমা বেগমের পরিবারকে ১লক্ষ ২০ হাজার টাকা এবং আহত যাত্রী রওশনারা বেগম (৩৫), মমতাজ বেগম (৬০) ও মো. আজিজুল্লাহর (১৭) চিকিৎসার জন্য মোট ৭৫হাজার টাকা ক্ষতিপূরণ দেন।
রামগড় থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, দুই পক্ষের আপোষ রফায় দুর্ঘটনায় নিহতদের মরদেহের ময়নাতদন্ত কিংবা এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
এদিকে, দুর্ঘটনায় শিশুকন্যাসহ নিহত তাসলিমা বেগমের পরিবারকে রবিবার জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫০হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
এর আগেরামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার ও রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল তৈচালাপাড়ায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, রবিবার( ২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় রামগড় পৌরভার ৬নং ওয়ার্ডের তৈচালা পাড়ার সোমাচন্দ্রপাড়া প্রাইমারি স্কুলের সামনে জালিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি দ্রুতগামী একটি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় আটোরিকশার যাত্রী তাসলিমা বেগম ও তার শিশুকন্যা তানহা ঘটনাস্থলেই মারা যায়। অটোরিকশার অপর ৫জন যাত্রী আহত হয়।