মঙ্গলবার ● ২৯ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান নার্স কোয়াটারে চুরি করতে গিয়ে চোরকে গণপিটুনি
রাউজান নার্স কোয়াটারে চুরি করতে গিয়ে চোরকে গণপিটুনি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য প্রকল্পের নার্স কোয়াটারে চুরি করতে গিয়ে দুই চোর গণপিটুনীর শিকার হয়ে ঐ হাসপাতালে চিকিৎসাধীণ আছে। অপর একজন কৌশলে পালিয়ে গেছে বলে ধৃত দু’জন জানিয়েছে। গতকাল ২৮ মার্চ সোমবার দুপুরে তিন চোর মিলে চুরি করতে ডুকেছিল হাসপাতাল কম্পাউন্ডে থাকা নার্স কোয়াটারে। তারা নার্স মনোয়ারা বেগমের বাসায় তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চুরি চেষ্টায় ছিল। এসময় ডিউটি শেষ করে মনোয়ারা বাসা ফিরে দরজা খোলা দেখে সন্দেহ হয়। ভিতরে দেখেন চোরের দল বাসার ভিতরে রয়েছে। এই দৃশ্য দেখে চিৎকার করলে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা নুরে আলম দ্বীনসহ অন্যান্য ছুটে আসেন। এই সময় এক চোর পালিয়ে গেলেও অন্য দুইজনকে ধরে গণপিঠুনী দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। আটক দুই চোর হচ্ছে চন্দনাইশ উপজেলা খাগরিয়া এলাকার আবদুল আলমের পুত্র মফিজ (৩০) ও একই এলাকার মৃত মনির আহম্মদের পুত্র মো. রানা (৩১) । তারা বলেছে তাদেরকে এখানে এনেছে লোকমান নামের পালিয়ে যাওয়া চোর। সেইও তাদের এলাকার বলে জানায়। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনা স্বীকার করে বলেছেন চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।