মঙ্গলবার ● ২৯ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য চট্ট্রগামের অধিবাসীদের জীবনমান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা
রাঙামাটিতে পার্বত্য চট্ট্রগামের অধিবাসীদের জীবনমান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :: আজ মঙ্গলবার বেলা ১১টায় রাঙামাটিতে বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর সভাপতিত্বে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অপারেশন এবং বিতরন কেন্দ্রের মাধ্যমে পার্বত্য চট্ট্রগামের অধিবাসীদের জীবনমান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা হয়েছে। সভায় সঞ্চালনা করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব)।
চেয়ানম্যান বলেন যে, দীর্ঘদিন যাব পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বাত্য চট্টগ্রামের স্থানীয় জনমানুষের জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সরকারি বিভাগ/দপ্তর/সংস্থা এবং পার্বত্য জেলা পরিষদসহ অন্যান্যা সংস্থার সাথে সমন্বয় সাধন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য উন্নয়নমুলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। চাষীদের পণ্য সংগ্রহ ও বাজারজাতকরণের জন্য প্রত্যন্ত এলাকায় মার্কেট সেড নির্মাণ করা হয়েছে। যার ফলে এখান স্থানীয় চাষীরা উৎপাদিত কৃষি পণ্যের নায্যমূল্য পাচ্ছেন। তিনি আরো বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং তিন পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের সমন্বয়ে কাজ করা হবে। চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃক উপস্থাপিত গবেষণা উত্তোরত্তর সাফল্য কামনা করেন এবং পার্বত্য জেলা পরিষদ এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা উচিত বলে বার্ড কর্তপক্ষকে অনুরোধ জানান।
এছাড়া সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অপারেশন এবং বিতরণ কেন্দ্রের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের জীবনমান উন্নয়ন শীর্ষক গবেষণা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন বার্ড, কুমিল্লা এর যুগ্ম পরিচালক ফৌজিয়া নাজরিন সুলতানা। অতঃপর উন্মুক্ত আলোচান সভা পর্ব শেষে বিভিন্ন বিভাগ কর্মকর্তারা সুচিন্তিত মতামত পরামর্শ প্রদান করেন। এসময় তরুণ কুষি উদ্যোক্তা সৃষ্টি, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চাষী, মার্কেট সংযোগ স্থাপন, এলাকা ভিত্তিক সাপ্লাই চেইন মার্কেট সেন্টার ্স্থাপন, কৃষকদের ঋণের সুবিধা প্রদান, কৃষি পণ্য বাজারজাতকরণ ব্যবস্থাকরন বিষয় বিস্তারিত আলোচনা হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব), বোর্ডের সদস্য প্রশাসন ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক ইফতেখার আহমেদ (যুগ্মসচিব) ও সদস্য পরিকল্পনা মো. জসীম উদ্দিন, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, তথ্য অফিসার ডজী ত্রিপুরা এবং সহকারি পরিচালক সাগর পাল উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কমিল্লা এর অতিরিক্ত মহাপরিচালক মো. শফিকুল ইসলাম, ফৌজিয়া নাজরিন সুলতানা,যগ্ম পরিচালক, আযমা মাহমুদা, যগ্ম পরিচালক, বার্ড কুমিল্লা এবং বার্ডের প্রকল্পের কনসালটেন্ট, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপর কুমার পাল, বরুন কুমার দত্ত, প্রাণি সম্পদ কর্মকর্তা, জেলা সমবায় বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।