বুধবার ● ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির অনশন
দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির অনশন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন পালন করেছে।
বুধবার ৩০ মার্চ সকালে জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে প্রতীকী অনশনের আয়োজন সম্পন্ন করা হলে প্রশাসনের হস্তক্ষেপে তাৎক্ষণিক স্থান পরিবর্তন করে ভাঙ্গাব্রীজ এ প্রতীকী অনশনের আয়োজন করে বিএনপি ।
এসময় জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান আনিকের
সঞ্চালনায়, জেলা বিএনপির সহ-সভাপতি বাবু প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এম,এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভপতি মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ানসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতীকী অনশনে বক্তারা বলেন, উন্নয়নের ফিরিস্তি দিয়ে সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ কেনাকাটা করতে পারছে না। কিন্তু সরকার নির্বিকার ভূমিকা পালন করছে
মানিকছড়িতে আনসার-ভিডিপি সম্মেলন
খাগড়াছড়ি :: ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’- এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আনসার ভিডিপির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলা টাউন হলে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষক রুবেল দে’র সঞ্চলনায়, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক ৩৭ আসনার ব্যাটালিয়ন কুমিল্লা টিলা ও খাগড়াছড়ি অতিরিক্ত জেলা কমান্ডার মো. জিয়াউর রহমান।
এ সময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম, পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপালিনী চাকমা, উপজেলা প্রশিক্ষক শেখ মো. শোয়েব উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কৃপালিনী চাকমা। এছাড়াও ইউনিয়ন দলনেতা মো. ছিদ্দিকুর রহমান ও রোকেয়া বেগম তৃণমূল পর্যায়ে তাদের নানা কার্যক্রমের বিষয়াবলী অতিথিদের মাঝে তুলে ধরেন। সম্মানি ভাতাবৃদ্ধি ও মাসিক এক ইউনিট রেশনের ব্যবস্থা করতে জেলা কমান্ডারের প্রতি অনুরোধ জানান।