বুধবার ● ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: গতকাল ২৯ মার্চ মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানে নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙা ইউনিয়নের মান্দারকান্দি শাহপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে আব্দুর রকিব মিয়ার অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিবাহের উদ্যোগ বন্ধ করা হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার মোবাইলের কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। অতঃপর প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে মেয়ের পিতা মুচলেকা প্রদান করেন। এ সময় এস আই মৃদুল ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নবীগঞ্জ :: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর নামক স্থানে এনা পরিবহনের ধাক্কায় সড়ক বাহুবলের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি এ ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী বাহুবল উপজেলার ভাদেশ্বর গ্রামের শাহেদ মিয়ার পুত্র মাসুম (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মাসুম মোটরসাইকেল যোগে নবীগঞ্জে একটি কাজে রওয়ানা হন। পথিমধ্যে দিনারপুর নামক স্থানে পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের সাথে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুম নিহত হন।
এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।