বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » ধর্ম » বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ফ্রি খত্না
বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ফ্রি খত্না
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বিশ্বনাথ এইড ইউকে বুধবার বেলা ২টায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র, অসহায় পরিবারের ৫৫ জন শিশুকে ফ্রি খত্না দিয়েছে৷ বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় স্থানীয় রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে ওই অনুষ্টান সম্পন্ন হয়৷ ফ্রি খত্নায় অংশ নেয়া ৫৫ শিশুকে বিনামূল্যে ঔষধ, নতুন গেঞ্জি, টুপি প্রদান করা হয়৷
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকের সভাপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী মিছবাহ উদ্দিন৷ তাঁর বক্তব্যে তিনি বলেছেন, বিশ্বনাথ এইড ইউকে প্রতিষ্টার পর থেকে ধারাবাহিকভাবে জনকল্যাণে কাজ করে যাচ্ছে৷ অবহেলিত, বঞ্চিত, দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে সংগঠনটি সুনাম বৃদ্বি করছে৷ তিনি বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের আনত্মরিক সহযোগিতায় এইড এ পর্যায়ে আসতে পারায় আমরা কৃতজ্ঞা জানাই৷
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক মাফিজ খান, বিশ্বনাথ এইড ইউকের সহ-সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, কার্যকরী কমিটির সদস্য আবুল হোসেন মামুন, লাইফ মেম্বার মোবারক আলী, সমছু মিয়া, মকরম আলী আফরোজ, ফজলুর রহমান, ফখরুল ইসলাম, নূরুল ওয়াছে আলতাফী, নজরুল ইসলাম, সমাজসেবক হাফিজুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান কমিটির সহ-সভাপতি তজম্মুল আলী রাজু৷
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিৰক আব্দুল বারী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যকরী কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব ও আবুল কাশেম প্রমুখ৷