বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » ত্রিপুরা জাতির ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচিত
ত্রিপুরা জাতির ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচিত
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ঠাকুরছড়া গ্রামের খ্যাতিমান ব্যক্তিত্ব ও খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজার রচিত বই “ত্রিপুরা জাতির ইতিহাস, ধর্ম ও সংস্কৃতি ” নামক বইটির মোড়ক উন্মোচিত করা হয়েছে। খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির ইতিহাস, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করলেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মিজবাহুদ্দিন।
আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার ২ নং গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনের হলরুমে এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন বইটির লেখক ও জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা ।
ত্রিপুরা জাতির ইতিহাস, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যক্ষ মিজবাহুদ্দিন বলেছেন, বই হচ্ছে এমন একটি বস্তু যেখানে মানুষের অভিজ্ঞতার কথা রয়েছে প্রতিটি অক্ষরের ভিতরেই লেখা থাকে। তিনি অত্যন্ত আশাব্যঞ্জক বক্তব্যে লেখক লেখিকাদের বই লিখতে লেখার জন্য তাই বর্তমান প্রজন্মের জন্য ইতিহাস সম্বলিত বই বেশি বেশি করে লেখার প্রতি গুরুত্বারোপ করেন তিনি ।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
মোট চেষট্টি পৃষ্ঠার রচিত বইটিতে ত্রিপুরা জাতির ইতিহাস, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক এ বইয়ের মধ্যে রয়েছে ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী ইতিহাসসহ ত্রিপুরা মহারাজাদের শাসনকালের বর্ণিল ইতিহাসও রয়েছে এ বইটিতে । বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা মাত্র । এছাড়াও অনুষ্ঠানে বস্ত্র ও শিক্ষা উপকরণ সামগ্রীও বিতরণ করেছে খ্যাতিমান ব্যক্তিত্ব রত্ন কান্তি রোয়াজা ।