বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানের অবাধে পাহাড়কাটায় ২টি ছাত্র হোষ্টেলসহ ৫টি স্থাপনাই ঝুঁকিপূর্ণ
বান্দরবানের অবাধে পাহাড়কাটায় ২টি ছাত্র হোষ্টেলসহ ৫টি স্থাপনাই ঝুঁকিপূর্ণ
বান্দরবান জেলা প্রতিনিধি :: বান্দরবান শহরের কালাঘাটায় সরকারি প্রতিষ্ঠানের পাশেই আস্ত পাহাড় কেটে সাবাড় করে ফেলা হচ্ছে ৷ ফলে বৃষ্টির পানিতে পাহাড়ড়ের র্কির্তত মাটি ধসে পড়ে নিচু এলাকার শিক্ষার্থীদের ২টি প্রাইভেট হোষ্টেলসহ ৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে ৷ বুধবার দুপুরে ওই এলাকা পরিদর্শনকালে এ অভিযোগ পাওয়া গেছে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে৷ ক’বছর আগে একই এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে নির্মিত একটি ধর্মীয় স্থাপনা ধদসে পড়ে পুরিহিতসহ ৩জনের মর্মান্তিক প্রাণহানি ঘটেছিল ৷
জানা যায়, জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের পাহাড় কাটা নিষিদ্ধ মর্মে এবং না কাটার জন্যে বহুবার মাইকিং করা সত্বেও শহরের কালাঘাটায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বান্দরবান আঞ্চলিক অফিস ভবনের পুর্বপাশে সীমানা প্রাচীর ঘেঁষে প্রায় ১৫০ফুট উচুঁ একটি পাহাড় কেটে সমতল করা হয়েছে ৷ কাটাপাহাড়ের মাটি নিচু এলাকায় পড়ে একাকার হয়ে পড়েছে ৷ পাহাড়ের নিচু এলাকায় থাকা শিক্ষার্থীদের ২টি প্রাইভেট হোষ্টেল এবং ৩টি বাড়ি বা স্থাপনা বর্ষার শুরুতেই পাহাড়ি মাটি ধসে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা হচ্ছে ৷ বড়ুয়ারটেক এলাকার মিলন বড়ুয়া ও বিমল বড়ুয়া মিলেই অবৈধভাবে এ পাহাড় কেটেছে এবং পাহাড়ের নিচে বিজ্জনকভাবেই নির্মিত হয়েছে একটি বসতবাড়িও ৷ মিলন বড়ুয়া বলেন, প্রশাসন কিংবা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমতি নেয়া হয়নি এ পাহাড় কাটতে,তবে স্থানীয় পৌর কাউন্সিলরকে মৌখিক ভাবে পাহাড় কাটার বিষয়টি জানিয়ে অনুমতি গ্রহণ করা হয়েছে ৷ তিনি বলেন, পাহাড় কাটায় পাশের কোন পরিবার ক্ষতিগ্রস্ত হবে না ৷