শিরোনাম:
●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ●   হালদা থেকে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার ●   খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০ ●   পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান ●   আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ●   চুয়েটে স্থাপত্য বিভাগের ১ম জাতীয় কনফারেন্স শুরু ●   বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক ●   ঈশ্বরগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত ●   কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা ●   রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের হামলা-পাল্টা হামলা : আহত-৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের হামলা-পাল্টা হামলা : আহত-৪
বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের হামলা-পাল্টা হামলা : আহত-৪

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে অপর গ্রুপের ওপর হামলা করতে গিয়ে মোটরসাইকেল রেখে ধাওয়া খেয়ে নিজেই পালালেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।

এসময় কলেজ ছাত্রলীগের অপর গ্রুপের ছাত্রলীগ নেতারা তাকে না পেয়ে তার মোটরসাইকেল ভাংচুর করেন। এতে আহত হয়েছেন পাপ্পুর পক্ষের রেদুয়ান হোসেন (১৭), মাহবুব (২০), আলীম (২২) রেজাউল ইসলাম (১৯)।

তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে থানার ওসি গাজী আতাউর রহমান একদল পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

জানা যায়, গত ২৩ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার ওই খেলার ফাইনাল ম্যাচ ছিলো। এতে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পুকে দাওয়াত না দেয়ায় তিনি তার দলবল নিয়ে কলেজে অনাধিকার প্রবেশ করে হামলা চালানোর চেষ্ঠা করেন।

এমন অভিযোগ করেছেন কলেজ ছাত্রলীগ নেতা ওপর গ্রুপের সিরাজুল ইসলাম। পরে তারা প্রতিহত করলে মোটরসাইকেল রেখে তার সঙ্গীদের নিয়ে পালিয়ে যান পাপ্পু। পরে কেবা কাহারা তার মোটরসাইকেল ভেঙ্গেছে তিনি আর কিছুই বলতে পারেননি।

এঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ঘটনাস্থল থেকে পাপ্পু’র ভাঙ্গা মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়েছেন বলে জানান ওসি গাজী আতাউর রহমান।

বিশ্বনাথে দৈনিক ভোরের ডাকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশ্বনাথ :: কেক কাটার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘দৈনিক ভোরের ডাক’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

দৈনিক ভোরের ডাকের স্থানীয় প্রতিনিধি আহমদ আলী হিরণের আয়োজনে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী, বর্তমান সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, মো. আবুল কাশেম, আহমদ আলী হিরন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ।

দক্ষিণ বিশ্বনাথ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে উপপজেলার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজে অসচ্ছল ছাত্রীদের মধ্যে ইফতার সামগ্রী, ছাতা ও পাঠ্য বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

বিদ্যালয় গভনির্ং বডির সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল।

সভা শেষে সরুয়ালা ফাউন্ডেশনের উদ্যোগে ৩শত জনকে ইফতার সামগ্রী, অসচ্ছল ২৮ জন ছাত্রীকে ছাতা ও একাদশ শ্রেণীর ২০ জন শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য আখলাকুর রহমান, আব্দুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক মৃনাল কান্তি শিকদার, সহকারী শিক্ষক সমীর কান্তি দে, মাওলানা আবুল বাসার, কামরুন্নেছা বেগম, সেলিনা খাতুন, সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের সদস্য নেছার আহমদ মুজিব প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথে অস্থসহ ২ ডাকাত গ্রেফতার

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম, অস্ত্র ও ১টি মাইক্রোবাস (হাইয়েস) গাড়িসহ (চট্র মেট্রো-চ ১১-২৮৬৪) ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল করিমের পুত্র আবুল খায়ের (৪১) ও একই জেলার ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের মৃত সাইফুর রহমানের পুত্র আকিল আলী (৩৩)।

বৃহস্পতিবার ভোর রাতে বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জবাজার থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে (আটককৃত) আবুল খায়ের ও আকিল মিয়াসহ একদল ডাকাত মাইক্রোবাস (হাইয়েস) গাড়িতে করে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কালিগঞ্জ বাজারে প্রবেশ করে।

এসময় থানার এসআই মোহাম্মদ খবিরউদ্দিন ও এএসআই নাছিরউদ্দিনের নেতৃত্বে টহলরত পুলিশ গাড়ি তল্লাশি শুরু করলে পুলিশের উপস্থিতি ঠের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। এসময় হাইয়েস গাড়ি, অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ওই দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

উদ্ধারকৃত ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রের মধ্যে লোহার তৈরী ৪৪ ইঞ্চি ও ৩৩ ইঞ্চি লম্বা দুটি কিরিচ, তালা ভাঙ্গার ৩৪ ইঞ্চি লম্বা ১টি লোহার কাটার, ১ টি ষ্টিলের তৈরী কাটার, লোহার তৈরী ২টি রেঞ্জ, ১টি কাটার ব্লেড, ১টি লোহার সাবল রয়েছে।

এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিশ্বনাথ থানার এএসআই নাছির উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৮ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদেরকে বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিশ্বনাথে মাটি ভরাট করে খালে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের দাবি

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভবানীপুর গ্রামে মাটি ভরাট করে সরকারি খাল দখল করে বাথরুমের ট্যাংকিসহ অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত ২৯ মার্চ ভবানীপুর গ্রামের মৃত দাসিদ আলীর পুত্র চান্দ আলী গংদের বিরুদ্ধে এমন অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্মারকলিপিটি প্রদান করেছেন একই গ্রামের আফতাব আলী।

স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, স্থানীয় সানুর আলীর বাড়ির সীমানা হতে মোড়াউনা গ্রামের রাস্তা পর্যন্ত যে খাল রয়েছে ওই খালের উপর নোয়াগাঁও ও পূর্ব প্রয়াগমহল মৌজার সরকারী ১ নং খতিয়ানের ৩৫৯১-৯২ দাগে জবরদখলকৃত ভূমিতে সীমানা নির্ধারণ না করেই গাছপালা কেটে মাটি ভরাট করেন চান্দ আলী গংরা।

খালটি ভরাট করায় বর্ষাকালে পানি নিস্কাশন না হওয়ায় রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বাধরুমের ট্যাংকির ময়লা আবর্জনায় খালের পানি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। এতে এলাকার জনসাধারণ কৃষি চাষাবাদে বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছেন।

তাই খালে ভরাটকৃত মাটি ও অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ এবং সার্ভেয়ার দ্বারা সরকারি ভূমির সীমানা নির্ধারণ করে সরকারি ভূমি সংরক্ষণের জন্য স্মারকলিপিতে আবেদন জানান আফতাব আলী।





প্রধান সংবাদ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত
১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা
কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা
পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত
কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা
লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন
ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব
কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা
রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া
যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ইজতেমা মাঠ : নিহত ৩ যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ইজতেমা মাঠ : নিহত ৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)