শনিবার ● ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ » দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতে দুই জনকে লাখ টাকা জরিমানা
দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতে দুই জনকে লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ইটভাটা ও মাইনী বালুমহাল ইজারাদারকে ৫০ হাজার টাকা করে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা।
এসময় তিনি বলেন, মানহীন পণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ইটভাটাকে ৫০ হাজার টাকা ও দীঘিনালার মাইনী বালুমহাল ইজারাদারকে পৃথক আরেকটি মামলায় ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। উপজেলার সর্বত্রই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পানছড়িতে বাল্যবিবাহ, বরের ১বছরের জেল, শ্বশুরের জরিমানা
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি থেকে বাল্য বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে বাড়িতে ফেরার পথে স্থানীয়রা পানছড়ির উল্টাছড়ি এলাকায় আটকে রেখে খবর দিলে
পুলিশ তাদের আটক করে।
বৃহষ্পতিবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্টেট ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের আদালতে কন্যার পিতার দুই হাজার টাকা জরিমানা ও বরকে এক মাসের বিনাশ্রম সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় খাগড়াছড়ি সদরের নিকাহ রেজিস্টার কাজী জাহিদুল ইসলামের বিরুদ্ধে বাল্য বিয়ের কার্যাদি সম্পন্ন করার অপরাধে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে কনের বাবা মুচলেকা প্রদান করেছেন বলে জানা গেছে।
জানা যায়, বরের নাম মো. মনির হোসেন(২৯)। সে মাটিরাঙা উপজেলার তাইন্দং মাইজপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। অপর দিকে কনে সালমা আক্তার পানছড়ি উপজেলার ওমরপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। জন্ম নিবন্ধন অনুযায়ী সালমার বয়স ১৬বৎসর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও পানছড়ি থানার ওসি আনচারুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।