সোমবার ● ৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » অবৈধ দখলে থাকা সরকারী খাস জমি উদ্ধার
অবৈধ দখলে থাকা সরকারী খাস জমি উদ্ধার
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার বগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকায় বেদখলে থাকা সরকারী খাস জায়গায় নির্মানাধীন পাকা ভবণ ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এই জায়গাটি ছিল পানি চলাচলের পথ। প্রায় ৬ শতক জমি জবর দখল করে অবৈধ ভাবে পাকা স্থাপনা গড়ে তোলে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। খবর পেয়ে ৪ এপ্রিল সোমবার বিকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ নেতৃত্বে রাউজান থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় সরকারী খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পরে পানি চলাচলের পথ মুক্ত করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, অবৈধ দখলে থাকা সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জমির মুল্য প্রায় ৩০লাখ টাকা হবে বলে স্থানীয়রা ধারন করছেন।