বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মিয়ানমার থেকে উদ্ধার পাওয়া ১১ কিশোরীই মেডিকের পরীক্ষায় যৌন নির্যাতনের আলামত মিলেছে
মিয়ানমার থেকে উদ্ধার পাওয়া ১১ কিশোরীই মেডিকের পরীক্ষায় যৌন নির্যাতনের আলামত মিলেছে
বান্দরবান জেলা প্রতিনিধি :: সেই ১১ মারমা কিশোরীই আদালতের নির্দেশনায় পৃথক ভাবে তাদের অভিভাবকদের হেফাজতে দেয়া হয়েছে ৷ পুলিশ বুধবার বিকেলে ৮ জন মারমা কিশোরীকে আদালতে হাজির করেন এবং তারা সুপার মিজানুর রহমানের উপস্থিতিতেই অভিভাবকদের কাছে ফিরে যান ৷ আদালত পুলিশের আবেদন মন্জুর করে এসব কিশোরীকে অভিভাবকদের কাছে প্রদান করার আদেশ দেন ৷ এর আগে গত সোমবার মেডিকেল পরীক্ষা শেষে আদালতের নির্দেশে পুলিশ অপর ৩ জন কিশোরীকে তাদের অভিভাবকদের হাতে তুলে দেন ৷
পুলিশ ও হাসপাতাল সুত্র জানায়, মেডিকেল পরীক্ষায় ১১ কিশোরী মিয়ানমারের বৌদ্ধ বিহারে ভিক্ষুদের কাছে থাকা অবস্থায় যৌথ নির্যাতনের শিকার হয়েছেন মর্মে আলামত পাওয়া গেছে ৷ তারা গত ২৩ ফের্রুয়ারি রাঙামাটির কাপ্তাই মিতিংগা বৌদ্ধ বিহার থেকে ধর্মীয় শিক্ষার নামে গ্রেফতার হওয়া উসিরি ভান্তের মাধ্যমে মিয়ানমারের নাইছাদং বৌদ্ধ বিহারে পাচার হয়েছিল ৷ থানায় মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ বিশেষ প্রকৌশল প্রয়োগ করে মিয়ানমার থেকে ফিরিয়ে আনেন সেই ১১কিশোরীকে গত শনিবার ৷ সীমান্ত থেকে ডিবি পুলিশ তথ্য পায়- একই ভান্তে (মিয়ানমারের নাগরিক) তিন মাস আগেও ১৬ কিশোরীকে মিয়ানমারে পাচার করেন ৷ পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে ৷