বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় সিনিয়র ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রুমায় সিনিয়র ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে রুমা দেব বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সিনিয়র ভিক্ষু উঃ চাইন্দাসারা’র উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রুমা বাজারে এক বিশাল মৌন মিছিল এবং মানব বন্ধন করেছে রুমার মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মালম্বীরা। বৃহস্পতিবার ৭ এপ্রিল সকালে এই মৌন মিছিল এবং মানব বন্ধনঅনুষ্ঠিত হয়। এতে রুমা উপজেলার বিভিন্ন বিহারের ভিক্ষু ও শ্রমণদের পাশাপাশি দুর্গম এলাকা থেকে প্রায় কয়েক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী মারমারা এই মানববন্ধনে অংশ নেন। এসময় তারা বিহারে অবস্থানরত ভিক্ষুদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা অঞ্জন বড়–য়ার নেতৃত্বে উদ্দেশ্যপ্রণোদীত ভাবে উঃ চাইন্দাসারা ভিক্ষুকে হত্যার উদ্দেশ্যে স্থানিয় বড়–য়া পড়ার নয়ন, আরমান, অভি, মিটু, ছোটন ও তার ভাই এবং আরো কয়েকজন সন্ত্রাসী’রা হামলা করে। বক্তানা আরো বলেন, ঘটনার দিন এলাকায় বড়–য়া এবং মারমা সম্প্রদায়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকা বাসীরা রুমা উপজেলা পরিদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা ও সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমাকে বারবার ফোন করলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোন ভুমিকা গ্রহণ বলেও বক্তারা অভিযোগ করেন। পরে ইউন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নায়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, গত বুধবার (৬ এপ্রিল) দুপুরে রুমা দেব বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভিক্ষু উঃ চাইন্দাসারা এর উপর হামলা করে বড়–য়া সম্প্রদায়ের কয়েকজন দুষ্কৃতকারী, এতে আহত হন ভিক্ষু উঃ চাইন্দাসারা’সহ আরো কয়েকজন ভিক্ষু। খবর পেয়ে রুমা বাজার হতে মারমা সম্প্রদায়ের লোকজন তৎক্ষনাৎ উদ্ধার করে আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় আহতদের বান্দরবান জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।