রবিবার ● ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ » রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে রাউজানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। রবিবার নোয়াপাড়া পথের হাট বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অতীশ দশী চাকমা। এসময় দোকানে মূল্যে তালিকা না টাংগানো ও অতিরিক্ত দামে মালামাল বিক্রির অপরাধে ২০টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ জানান, কিছু অসাধু ব্যবসায়ী রমজান আসলে অধিক মুনাফার জন্য বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে। আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। নোয়াপাড়ায় অভিযান করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান নির্বাহী অফিসার।