সোমবার ● ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » ওসমানীনগরে দেড়মাস থেকে গৃহবধূ নিখোঁজ
ওসমানীনগরে দেড়মাস থেকে গৃহবধূ নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি :: পারিবারিক কলহের জের ধরে সিলেটের ওসমানীনগরে দেড়মাস থেকে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিখোঁজ গৃহবধূ উপজেলার দয়ামীর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খুর্শিদ আলীর পুত্র দিলোয়ার হোসেনের স্ত্রী রুবেনা বেগম (২৩)। গত ২৫ ফেব্রুয়ারী বিকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে এক সন্তানের জননী রুবেনা বেগম আর বাড়িতে ফিরে আসেনি। পরে আশপাশ এলাকাসহ সম্ভব্য সকল আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজ করেও তার কোন সন্ধান পায়নি পরিবার।
এ ঘটনায় নিখোঁজের স্বামী ২৮ ফেব্রুয়ারী ওসমানীনগর থানায় সাধারণ ডায়রীর আবেদন করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ১৭ মার্চ থানায় সাধারণ ডায়রী গ্রহন করে পুলিশ।
জানা গেছে, বিগত ৪ বছর পূর্বে দিলোয়ার হোসেনকে ভালবেসে বিয়ে করেন দৌলতপুর গ্রামের কলমদর আলীর মেয়ে রুবেনা বেগম। প্রথমে পরিবার বিয়ে না মানলেও পরে বিষয়টি মেনে নেন। রুবেনা বেগম ও দেলোয়ার দম্পতির আদিল হোসনে নামের তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে।
একসময় তাদের পরিবারে পারিবারিক কলহ লেগেই থাকে। বিষয়টি শালিশ মীমাংসায়ও একাধিকবার সমাধান হয়েছে। মা নিখোঁজের পর থেকে শিশু আদিলও মানসিক ভাবে ভেঙ্গে পরেছে।
নিখোঁজ গৃহবধূর বড় ভাই নুরুল হক বলেন, আমার বোন নিখোঁজের পর সম্ভব্য সকল স্থানে খোঁজ করে তার সন্ধান না পেয়ে ৩ দিন পর বোনের স্বামীকে নিয়ে থানায় সাধারণ ডায়রীর আবেদন করলে থানা পুলিশ বাড়িতে আসে। পরে আবেদনের ২১দিন পর থানায় সাধারণ ডায়ীরী গ্রহন করে পুলিশ। আমি আমার বোনের সন্ধান চাই।
এই বিষয়ে জানতে চাইলে নিখোঁজের স্বামী দিলোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় ইউপি সদস্য লেচু মিয়া সাংবাদিকদের বলেন, গৃহবধূ নিখোঁজের পর তার ভাই আমাকে জানিয়েছেন পারিবারিক ঝগড়ার কারণে তার বোন বাড়ি থেকে চলে গেছে। তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। একাধিকবার তাদের পারিবারিক কলহ আমি স্থানীয়দের নিয়ে মিমাংসা করে দিয়েছি। খবর পেয়েছি দেলোয়ার নাকি তার স্ত্রীকে নির্যাতন করতো।
বিশ্বনাথে ২ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বরাদ্ধ আনলেন নুনু মিয়া
বিশ্বনাথ :: রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সিলেটের বিশ্বনাথ উপজেলার জন্য খাদ্য সামগ্রীর দুই হাজার প্যাকেট বরাদ্ধ আনলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সার্বিক সহযোগীতায় এ খাদ্য সামগ্রী বরাদ্দ করে ত্রান মন্ত্রনালয়। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের মাঝে বিতরণের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুনু মিয়া।
প্রত্যেকটি প্যাকেটে রয়েছে ১০ কেজি মিনিকেট চাল, সয়াবিন তৈল, মুশুর ডাল, লবন, চিনি, মরিচের গুড়া, হলুদের গুড়া, ধনিয়ার গুড়াসহ মোট ১৪.৪০ কেজি খাদ্য সামগ্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি সেলিম আহমদ, পৌর আওয়ামী লীগের সদস্য সোহেল তালুকদার, দবির মিয়া, সাইদুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান আহমদ রব্বানীসহ নেতৃবৃন্দ।