মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » সর্বহারা পর্টির শীর্ষ নেতা অস্ত্রসহ র্যাব-৩’র জালে ধরা
সর্বহারা পর্টির শীর্ষ নেতা অস্ত্রসহ র্যাব-৩’র জালে ধরা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দাউদ হোসেন (৫৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলা রাখাল গাছি ইউনিয়নের খোষালপুর গ্রামের মাঠ হতে তাকে আটক করা হয়। আটক দাউদ হোসেন উপজেলা ১১ নং রাখালগাছি ইউনিয়নের খোষালপুর গ্রামের রহিম শেখের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহে আলম জানান, সোমবার সকালে র্যাব-৩ (ঢাকার ক্যাম্প) এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের জেলার কালীগঞ্জ উপজেলার খোষালপুর গ্রামের মাঠে এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর সময়ে ওই এলাকার অস্ত্র ব্যবসায়ী দাউদ হোসেন আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে বিদেশী অস্ত্রসহ তাকে আটক করা হয়। ওই সময় তাকে ব্যাপক জিগ্গাসাাবাদ করলে তার বাড়িতে আরো একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে একটি অস্ত্র মামলা হয়েছে।
দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের অভিযানে ৫ মাসে ৩৪ লাখ টাকা জরিমানা আদায়
ঝিনাইদহ :: ঝিনাইদহে রমজানের সময় মহাসড়কে দুর্ঘটনা কমাতে তিন চাকার যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। সোমবার সকালে ঝিনাইদহ-মাগুরা সড়ক, ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে অভিযান করেন তারা। অভিযানকালে অধিক যাত্রী নিয়ে চলাচলকারী ইজিবাইক ও মাটি নিয়ে চলাচলকারী ট্রলিসহ বিভিন্ন যানের বিরুদ্ধে ১৩টি মামলা করা হয়। এসময় পাঁচটি ইজিবাইক আটক করা হয়। এ নিয়ে হাইওয়ে থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী ২০২১ সালের ২৫ অক্টোবর যোগদানের পর থেকে এ পর্যন্ত ৩৪ লাখ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বলে জানান। এর মধ্যে অবৈধ চলাচলকারী এক হাজার ২৭ টি তিন চাকার যানের বিরুদ্ধে মামলা করা হয়। হাইওয়ে থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, ঈদের আগে সড়কে চলাচল বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাও বাড়ে। দুর্ঘটনা রোধে রাতদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিন চাকার যানের বিরুদ্ধে মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রনে ও মহাসড়কে এসব নিষিদ্ধ যান চলাচল বন্ধে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ঈদে ঘরে মানুষের যাতায়াত নির্বিঘœ করতে সর্বদা কাজ করছি। তিনি আরো জানান, হাইওয়ে পুলিশের ওই টিম সড়কে চলাচলকারী বিভিন্ন চালকদের হেলমেট ব্যবহার ও সড়ক আইন মেনে চলতে অনুরোধ করেন। এসময় সঠিক কাগজপত্রে সাথে রাখতেও পরামর্শ দেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও যোগ করেন। হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন আরো জানান, আমরা জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি। এছাড়া হাইওয়ে পুলিশের নামে কিছু দালালচক্র চাঁদাবাজি করছে, তাদের উপর আমরা নজর রাখছি। কোন চাঁদাবাজী সহ্য করা হবে না।
ভোগান্তি নিরসনে ঝিনাইদহ পৌরসভার কলাবাগানবাসির স্মারকলিপি প্রদান
ঝিনাইদহ :: ঝিনাইদহ পৌরসভার নাগরিকদের জনজীবন দিনকে দিন দুর্বিসহ হয়ে উঠছে। মানুষ নাগিরক হিসেবে সেবা পাচ্ছে না। পৌর কর ও ট্যক্স পরিশোধ করেও অনুন্নত পরিবেশ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। শহরের নিয়ন বাতির আলোর নিচে অনেকটা ঘুটঘুটে অন্ধকারের দশা। পৌর এলাকার রাস্তা ঘাট ও ড্রেন নিয়ে মানুষের অভিযোগের অন্ত নেই। সামান্য বৃষ্টি হলে শহরের পাড়া মহল্লা তলিয়ে যায়। ড্রেনের পানি ঘরের মধ্যে ঢুকে পড়ে। কোন ড্রেনেই পানি প্রবাহ নেই। বেশির ভাগ ড্রেন ভেঙ্গেচুরে মুখথুবড়ে পড়েছে। এ অবস্থায় কার কাছে যাবে নাগিরকিরা বুঝে উঠতে পারছে না। প্রায় একযুগ নির্বাচন বিহীন ঝিনাইদহ পৌরসভায় পৌর প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কাজের কোন গতি নেই। নগরবাসি অভাব অভিযোগ দেওয়ার জায়গা পাচ্ছেন না। কারণ পৌর প্রশাসক সব সময় অফিসে থাকেন না। কাউন্সিলরদের কাছে গেলে তারা অসহায়াত্বের কথা জানিয়ে দিচ্ছেন। ফলে প্রায় পাড়া মহল্লায় দেখা যাচ্ছে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা নিজেরাই মেরামত করে নিচ্ছেন। কোন কোন এলাকায় পানির নিদারুন সংকট দেখা দিয়েছে। এদিকে চলাচলের অযোগ্য রাস্তা মেরামতের দাবীতে গতকাল রোবববার ঝিনাইদহ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দারা স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহ পৌর প্রশাসকের কাছে। পৌরসভার সচিব নুর মোহাম্মদ প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন। এ সময় সাবেক শিক্ষক তোজাম জোয়ারদার, স্থানীয় কমিশনার প্রার্থী মীর লাভলু, ইসলাম উদ্দীন, সাংবাদিক আমিনুল ইসলাম লিটন, ব্যবসায়ী দিপু, ওবাইদুর রহমান ও কামরুজ্জামান লিমনসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহন করে ঝিনাইদহ পৌরসভার সচিব নুর মোহাম্মদ দ্রুত রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন।