মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে কুরিয়ার সার্ভিসের অপহৃত ২স্টাফ মুক্তিপণে মুক্ত
রামগড়ে কুরিয়ার সার্ভিসের অপহৃত ২স্টাফ মুক্তিপণে মুক্ত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে উপজাতীয় সন্ত্রাসীদের হাতে অপহৃত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দুই কর্মচারী মুক্তিপণের বিনিময়ে মুক্ত হয়েছেন।
সোমবার (১১ এপ্রিল) গভীর রাতে অপহৃত কাভার্ড ভ্যান চালক মো. আব্বাস এবং রানার মো. আল আমিনের চোখ বেঁধে অজ্ঞাতস্থানে ছেড়ে দেয়।
তাদের মুক্তি পাওয়ার বিষয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ফেনীর এজিএম মারুফ হোসেন বলেন, মুক্তি পাওয়া আব্বাস ও আল আমিন তাদের বাড়ি ফিরে গেছেন। শারিরীকভাবে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অপহরণকারীরা তাদের চোখ বেধেঁ দীঘ পথ পায়ে হাটিয়ে অজ্ঞাত এক স্থানে সোমবার রাতে ছেড়ে দেয়।
পরে তারা সিএনজি অটোরিকসা করে বারৈয়ারহাট এসে ঢাকায় সুন্দরবন কুরিয়ারের হেড অফিসে পৌঁছেন। কিভাবে তারা মুক্তি পেলেন এ ব্যাপারে তিনি কিছু জানেনা না বলে জানান। তবে অন্য একটি সূত্রে জানা যায়, তিন লক্ষ টাকা মুক্তিপণের বিনিময় অপহরণকারিা তাদের ছেড়েছে।
রামগড় থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে মোবাইল ফোনে অপহৃত চালক আব্বাসের সাথে কথা বলে তাদের মুক্তি পাওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়।
উল্লেখ্য, শনিবার (৯ এপ্রিল) খাগড়াছড়ি থেকে ডাক নিয়ে ঢাকা যাওয়ার পথে রামগড়ের দাতারামপাড়া রাস্তারমাথা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান আটকিয়ে চালক মো: আব্বাস, রানার আল আমিনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় উপজাতি সন্ত্রাসীরা। অপহরণকারিরা দুজনের মুক্তিপণ বাবদ প্রথমে ৫ লক্ষ টাকা দাবি করে। পরে সাড়ে ৩ লক্ষ টাকায় নেমে আসে তারা। শেষে কুরিয়ার সার্ভিসের সংশ্লিষ্টরা দুদিন দফায় দফায় দর কষাকষির পর তিন লক্ষ টাকা মুক্তিপণ এবং খাগড়াছড়িতে কুরিয়ারের ব্যবসা চালু রাখতে বাৎসরিক চাঁদা পরিশোধ করে টোকেন নেওয়ার শর্তে অপহরণকারীদের সাথে সমঝোতা হয়।
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি।