বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পরিকল্পিত ভাবে জমি ব্যবহারের আহ্বান জানালেন ভূমি মন্ত্রী
পরিকল্পিত ভাবে জমি ব্যবহারের আহ্বান জানালেন ভূমি মন্ত্রী
সিলেট প্রতিনিধি :: ২৩ মার্চ ২০১৬ : ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জমি পতিত ফেলে রাখা যাবে না৷ পরিকল্পিত ও পরিমিত জমিতে অধিক ব্যবহার নিশ্চিত করতে হবে৷
আজ সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ভূমি জোনিং বিষয়ে জেলা পর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এ কথা বলেন৷
কর্মশালায় সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ, ভূমি জোনিং প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব কফিল উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ্ইনস্টিটিউটের সিনিয়র গবেষণা প্রকৌশলী আবদুস সালাম বক্তব্য রাখেন৷
বক্তারা পতিত জমিতে আবাদী ফসল ফলানো, জমি ও প্রাকৃতিক সম্পদ সুরৰা, উর্বরা জমির টপসয়েল ব্যবহার রোধ, ইটের বিকল্প হিসেবে নদীর খননকৃত মাটি ও বর্জ দিয়ে পরিবেশবান্ধব পদ্ধতিতে ইট তৈরি করা, গ্রামগঞ্জে আবাসিক বহুতল ভবন নির্মাণ, হাওর অঞ্চল হাউজিং এর নামে বরাদ্দ না দেওয়া, ইউনিয়ন ও গ্রামের অবকাঠামো উন্নয়নে পস্ন্যান পদ্ধতি চালু করা, জলাবদ্ধতা ও নদীর ভাঙ্গন রোধ করা, ভরাটকৃত খাল বিল সংস্কার করে পানি নিষ্কাশন সহজ করা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার বিষয়ে অধিক গুরুত্ব দেন৷ সিলেট প্রশাসন কর্তৃক সম্প্রতি ১০ হাজার একর পতিত অনাবাদি জমিকে আবাদী জমিতে পরিবর্তন করা হয়েছে৷ সভায় জানানো হয় পরিকল্পিত ভূমির ব্যবহার ও ভূমি জোনিং আইন বাস্তবায়ন হলে দেশে ৭০ ভাগ মামলা কমে যাবে৷
ভূমিমন্ত্রী শরীফ প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের জেলা প্রশাসন পতিত খাসজমিতে আবাদী ফসল ফলানোর ব্যবস্থা নিবে৷ তিনি পতিত জমি আবাদী কাজে ব্যবহারের জন্য সকলের প্রতি আহ্বান জানান৷ মন্ত্রী বলেন, দেশের উর্বরা মাটি নষ্ট করা যাবে না, তিনি সংশ্লিষ্টদের টপসয়েল রৰায় অবৈধভাবে ইট পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ মন্ত্রী বলেন, বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সারাদেশ এ পর্যন্ত ১০ হাজার একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও জমি বরাদ্দ প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল (বেজা) গড়ে তোলার ঘোষণা দিয়েছেন৷