বুধবার ● ১৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় ৬ দোকান আগুনে পুড়ে ছাই
দীঘিনালায় ৬ দোকান আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কলেজ গেইট বাবু পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এসময় কলেজ গেইট এলাকার রমেন চাকমা’র সৃজন কম্পিউটার এন্ড স্টুডিও, নির্মল কান্তি চাকমার বইয়ের দোকান পাবর্ত্য লাইবেরী, আব্দুল আজিজ হকের চায়ের দোকান, রাকিবের অটো ওয়ার্কসপ, লুৎফর রহমানের সাইকেল গ্যারেজ ও মো. আলমগীর হোসেনের সেনেটারী দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এসময় সৃজন কম্পিউটার এন্ড স্টুডিতে থাকা ল্যাপটপ ৪ টি, আইপিএস ১ টি, জেনারেটর ১ টি, ফটোকপি মেশিন ১ টি, নগদ ৩ লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। পাবর্ত্য লাইবেরী অন্তত ৬ লাখ টাকা, রাকিবের অটো ওয়ার্কসপ ৩ লাখ টাকা, রহমানের সাইকেল গ্যারেজের অন্তত ১ লাখ ৫০ হাজার টাকা, আলমগীর হোসেনের ৫০ হাজার টাকা ক্ষতিসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ইফতারির সময় পাশের দোকানে হঠাৎ করে আগুন জ্বলতে দেখা যায়। মূহুর্তেই সে আগুনে ৬টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
ফায়ার সার্ভিস ইউনিটের জেলা উপ-সহকারী পরিচালক শাকরিয়া হায়দার বলেন, খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সদস্যরা এসে স্থানীয়দের সহযোগিতায় অন্তত আধাঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুনের সুত্রপাত যেন আর বাড়তে না পারে সেজন্য আমরা খাগড়াছড়ি থেকে আরও একটি ইউনিট নিয়ে দ্রুত গতিতে দীঘিনালায় পৌঁছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।