বুধবার ● ১৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » তবলছড়িতে বন্ধ মাদ্রাসা চালুর দাবী
তবলছড়িতে বন্ধ মাদ্রাসা চালুর দাবী
খাগড়াছড়ি প্রতিনিধি :: দীর্ঘদিন ধরে বন্ধ থাকা খাগড়াছড়ির মাটিরাঙার তবলছড়ি মোল্লাবাজার সংলগ্ন বিরাশিটিলা হাফিজিয়া নূরানী মাদরাসা পূণঃচালুর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সুরাহার আশায় ইতিপূর্বে খাগড়াছড়ি পুলিশ সুপার, যামিনীপাড়া জোন কমান্ডার ও তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর গণ-স্বাক্ষরে লিখিত আবেদন করেছেন বলে জানান তারা।
সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজি লাল মিয়া। ১৯৯৭ সালে ২নং তবলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড, মোল্লা বাজার বিরাশিটিলা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার জন্য ধান্যজমি ৫কানি,খাস দেড় কানি, কাঠাল বাগান ২০কানি জায়গা দান করেন।
তখন থেকে এই মাদরাসায় অসংখ্য এতিম গরিব ছাত্র পড়াশোনা করে আসছিল। প্রতি বছর ১০/১৫ জন কোরআনের হাফেজ হয়ে বের হতো। প্রতিষ্ঠানটিতে শুরুতে ৪জন শিক্ষক ছিলেন।
লালা মিয়া হাজীর মৃত্যুর পর এলাকার একটি দুষ্ট চক্রের লোলুপ দৃষ্টি পড়ে এই দানকৃত জায়গার উপর। ফলে নানা কৌশলে ঈদগাহ মাঠের জায়গায় মুরগির ফার্ম দিয়ে দখলে নেয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এভাবে ধীরে ধীরে নানা জটিলতায় অর্থ সংকটে মাদরাসাটি বন্ধ হয়ে যায়।
উর্ধতন কর্তৃপক্ষের নিকট বন্ধ মাদরাসাটি পূণঃচালু করতে যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।