বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা
বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা
খাগড়াছড়ি প্রতিনিধি :: এসো হে বৈশাখ, এসো এসো’ গানে বাংলা নববর্ষকে বরণ করে নিতে খাগড়াছড়ি জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা নানা অনুষ্ঠানের সূচনা করে।
করোনা মহামারির প্রায় দুই বছর পর প্রাণ ফিরেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বর্ষবরণে।
বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রাটি
খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণিল সাজে শাপলা চত্বর হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে খাগড়াছড়ি টাউন হলের মুক্তমঞ্চে এসে শেষ হয়।
পরে, মুক্তমঞ্চে গান, নৃত্য, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা রিবেশিত হয়।
বর্ষবরণের আয়োজনে সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী নানা রঙের পোশাক পড়ে সমবেত হয়।
এসময়, প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের মহিলা এমপি মিজ বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইয়া, টাস্কফোর্সের নির্বাহী মো:রাশেদুল হক, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলমসহ জেলার উচ্চ পদস্থ সামরিক- বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।