বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রাণের উৎসব পহেলা বৈশাখ মানে পাহাড়ী-বাঙ্গালীদের মিলনমেলা
প্রাণের উৎসব পহেলা বৈশাখ মানে পাহাড়ী-বাঙ্গালীদের মিলনমেলা
মোহাম্মদ আবদুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী’সহ বারোটি জাতিগোষ্ঠীর কৃষ্টি কালচারে বর্ণিল সাজে বিশাল সম্প্রীতির শোভোযাত্রার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণের সম্প্রীতির শোভাযাত্রা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, প্রাণের উৎসব পহেলা বৈশাখ মানে পাহাড়ী-বাঙ্গালীদের মিলনমেলা। পহেলা বৈশাখের এই সম্প্রীতির শোভাযাত্রার মাধ্যমে সকলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি বাঙ্গালীদের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। পাশাপাশি ১২টি জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি কৃষ্টি কালচার-গুলো দেখে নতুন প্রজন্ম শিখতে পারবে।
এ সময় সম্প্রীতির শোভাযাত্রায় বর্ণিল সাজে অংশগ্রহণ করেন বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত ১২টি জনগোষ্ঠীর শিশু-কিশোর, শিশু-কিশোর তরুণ-তরুণী’সহ কয়েক শত নারী পুরুষ প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে সম্প্রীতির শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রাজার মাঠে এসে শেষ হয়। পরে রাজার মাঠে স্থানীয় বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।