সোমবার ● ৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » সেনাবাহিনীর গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে নিহত ২ : আহত ২
সেনাবাহিনীর গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে নিহত ২ : আহত ২
এম.জিয়াবুল হক,চকরিয়া প্রতিনিধি ::কঙ্বাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন ৷ আহত হয়েছেন আরও দুইজন ৷ রোববার রাত ৮টার দিকে কঙ্বাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটখালী বাজার এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি কমিউনিটি সেন্টারের বাউন্ডারি দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে ৷ নিহতেরা হলেন, সৈনিক নায়েম উদ্দিন (৩০) ও শফিকুল ইসলাম (৩২)৷ আহতেরা হলেন, সাজ্জাদ (৩০) ও আরিফুল ইসলাম (৩১)৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, রবিবার রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি গাড়ি ঢাকা থেকে রামুর দিকে যাচ্ছিল ৷ গাড়িটি চকরিয়া উপজেলার খুটাখালী বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় সেলিম ফিউচার পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারের বাউন্ডারির দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে ৷ এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ৷ এতে ঘটনাস্থলে দুই সেনাসদস্য নিহত হয় ৷ এসময় আরও দুই জন গুরুতর আহত হয়েছে ৷
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে রামুর উদ্দেশ্যে একটি সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল ৷ গাড়িটির খুটাখালী পৌছলে একটি কমিউনিটি সেন্টারের সাথে ধাক্কা লেগে দুই সেনা সদস্যের মৃত্যু হয় ৷ দুইজন আহত হয়েছে ৷ আহতরা মালুমঘাট হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন ৷ আপলোড : ৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় রাত ৩.২৪ মিঃ