বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কৃষি » নবীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
নবীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে ২০২১-২২ অর্থবছরের আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ এবং উদ্বোধন করা হয়েছে। ১৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় এতে প্রধান অথিতি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন, নবীগঞ্জ-বাহুবলের আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ্ নেওয়াজ মিলাদ গাজী।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা একে.এম মাকসুদল আলম, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, নবীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, যুবলীগ নেতা পিকলু চৌধুরী প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুল আউয়াল।
কৃষি অফিস সুত্রে জানা যায়, এ বছরে চলতি মৌসুমে নবীগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে ধানকাটার হারভেষ্টার মেশিন বিতরন করা হবে যার মধ্যে গতকাল ১১টি বিতরন করা হয়েছে। এছাড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে আউশ ধানের জন্য ১ হাজার ৩ শত কৃষকদের মাঝে ৫ কেজি বীজ এবং ২০ কেজি ডেপ এবং ১০ কেজি এমওপিসহ মোট ৩০ কেজি সার বিতরন করা হবে।
নবীগঞ্জে ব্র্যাকরে উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচতেনতার প্রশক্ষিণ
নবীগঞ্জ :: হবিগঞ্জ জলোর নবীগঞ্জ উপজলোয় জামিয়া ইসলামীয়া মাদানিয়া গন্ধামল্লিকি মাদ্রাসার হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকাররে আরটিআরপি ২(এলজিইডি)র র্অথায়নে ব্র্যাক সড়ক নিরাপত্তা সচতেনতা অভিযান প্রকল্পরে অধীনে গন্ধা পয়েন্টে বাজার কমিউনিটির সফেটি প্রকল্পের এক দিনের প্রশক্ষিণ র্কমসূচি অনুষ্ঠতি হয়।
গত রবিবার ১০ এপ্রিল প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে সহায়ক ভূমিকা পালন করেন হাসান আলী, ডিভিশনাল কো-র্অডিনেটর, ব্র্যাক সড়ক নিরাপত্তা র্কমসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, জয়নাল আবেদীন। এতে
আরও উপস্থতি ছিলেন প্রশিক্ষণে বিভিন্ন পেশাজীবী বিশষে করে ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, উপজলো আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, এনজিও শ্রমিক সংগঠনের সহ-সভাপতি,ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য এবং গন্যমান্য ব্যক্তি উপস্থতি ছিলেন। প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন , ফিল্ড কমিউনিউকেটর, ব্র্যাক সড়ক নিরাপত্তা সচতেনতা অভিযানন প্রকল্পের মোঃ শফিকুল ইসলাম।