শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বিনোদনের নামে অসামাজিক কর্মকাণ্ড : ৫ জনের কারাদণ্ড
ঘোড়াঘাটে বিনোদনের নামে অসামাজিক কর্মকাণ্ড : ৫ জনের কারাদণ্ড
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বিনোদন পার্কের নামে অসামাজিক কর্মকান্ডের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাফিউল আলম।
দণ্ডপ্রাপ্তরা আসামীরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী গ্রামের কালুপাড়া এলাকার মোজাম বিনোদন পার্কের মালিক মোজ্জাম্মেল মন্ডল (৬৮), লোহারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে ওয়ারেছ আলী (২৬), বিরামপুর উপজেলার মীম আকতার (২৬), স্বপ্না আকতার (১৮) ও বাগান মালিকের জামাতা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের সুজাউল ইসলামের ছেলে রাজু সরকার (৩২)। ভ্রাম্যমাণ আদালতে মোজ্জাম্মেল ও তার জামাতা রাজু সরকারের ১ মাস ও ওয়ারেছ আলীর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড অপর দিকে মীম ও স্বপ্না আক্তারের ২ শত টাকা করে জরিমানা অনাদয়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজার এলাকার মোজাম্মেল মন্ডল (৬৮) কালুপাড়া এলাকায় একটি আম বাগান লাগিয়ে বাগানের ভিতর ছোট ছোট ঘর তৈরি করে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েসহ পতিতাদের মাধ্যমে অসামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন। ইতিপূর্বেও অভিযান পরিচালনা করে কয়েক জনকে আটক করে জেল হাজতে প্রেরণ হয়েছিল। এরই ধারাবাহিকতায় পহেলা বৈশাখকে কেন্দ্র করে এমন কর্মকাণ্ড পরিচালনা হতে পারে ধারণা করে আজ বিকেলে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আসামীদের আগামীকাল শুক্রবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।