শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » ঋণের টাকা হাতে পাননি : টাকা না পেলেও ২ আনসারের বেতন থেকে কিস্তি কর্তন
ঋণের টাকা হাতে পাননি : টাকা না পেলেও ২ আনসারের বেতন থেকে কিস্তি কর্তন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিআই সিরাজুল ইসলামের বিরুদ্ধে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ কারি মো. মাসুম হোসেন ও মো.সাজ্জাদ হোসেন বলেন টিআই মো. সিরাজুল ইসলাম তাদেরকে উন্নয়ন ব্যাংক থেকে ৫০ হাজার টাকা করে ঋণ অনুমোদন করার কথা বলেন। ঋণ পাওয়ার জন্য যাবতীয় কাগজ পত্র জমা দিয়েছিলাম।
খাগড়াছড়ি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে যোগাযোগ করলে তারা জানায় সিরাজুল ইসলাম তাদের নিকট থেকে টাকা নিয়ে গেছেন।
ভুক্তভোগী সদস্যরা জানান, তারা কেহ অনুমোদনের ৫০ হাজার টাকা হাতে পাননি। তবে প্রতি মাসে ১হাজার ৮১৫ টাকা করে বেতন ভাতা থেকে কিস্তি কর্তন করা হচ্ছে।
এই বিষয়ে সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এখনো টাকা হাতে পাওয়া যায় নাই।