![রাঙামাটিতে জুলাই গণহত্যার ভিডিও এবং ছবি প্রদর্শনী](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/2035-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » রেহেনা সুলতানা যেভাবে হয়ে গেল পুরুষ
রেহেনা সুলতানা যেভাবে হয়ে গেল পুরুষ
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ শহরের হামদহ মোল্লা পাড়ার রেহেনা সুলতানাকে পুরুষ বানিয়ে ছেড়েছে ঝিনাইদহ পৌরসভা। ঝিনাইদহ পৌরসভা থেকে দেওয়া ডিজিটাল জন্ম নিবন্ধনে দেখা গেছে লিঙ্গের ঘরে লেখা আছে পুরুষ। গত ৪ এপ্রিল ঝিনাইদহ পৌরসভার সচিব নুর মোহাম্মদ ও স্যানিটারী ইন্সপেক্টর শংকর নন্দি সাক্ষরিত জন্ম সনদে এই ভুল রয়েছে। শংকর নন্দি জন্ম নিবন্ধন সনদে যাচাইকারী হিসেবে সাক্ষর করেন। এতো বড় ভুলের পর তিনি কি যাচাই করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে রেহেনা সুলতানা জানান তিনি এখন এই সনদটি সংশোধন করার জন্য প্রতি নিয়ত পৌরসভায় আসছেন।