মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ১২ বছর আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার
১২ বছর আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১২ বছর আত্মগোপনে থাকা বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ই এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে ঢাকার ধানম-ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের চুয়াডাঙ্গা সদর থানায় নেওয়া হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মুন্সি রুহুল আমিন ও তার ছেলে সামসুজ্জান বাপ্পি। গ্রেপ্তার পিতা-পুত্রের নামে ১২ টি প্রতারণার মামলা রয়েছে। এর মধ্যে সাজা হয়েছে ১০ মামলায়। এই সাজা থেকে বাঁচতে বাবা-ছেলে আত্মগোপনে ছিলেন দীর্ঘ ১২ বছর। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বাবা-ছেলে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও চট্টগ্রামে মোট ১২ টি মামলা রয়েছে। সবগুলো মামলাই চেক প্রতারণার। এসব মামলার ৪ টিতে বাবার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মোট চার বছর কারাদ- ও ৫৮ লক্ষ জরিমানা প্রদান করেছে আদালত। আর ছেলের বিরুদ্ধে ৬টি মামলায় বিভিন্ন মেয়াদে মোট তিন বছর এক মাস কারাদ- ও ২৯ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। সাজা হওয়ার পর থেকেই তারা পলাতক ছিলেন। সোমবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে চোরকোল গ্রামের ময়নার খাল নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত জাহা বক্স’র ছেলে। স্থানীয় সংবাদকর্মী জানান, সকালে ময়নার খাল নামক নতুন ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণের কাজ করছিল সাইদুল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ওই বাড়ীর বিদ্যুতের মিটার খুলে যায়। সোমবার সকালে বিদ্যুতের মিটার ঠিক করতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।