মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » ব্রীজের উপর থেকে লাফিয়ে শিক্ষকের আত্মহত্যা
ব্রীজের উপর থেকে লাফিয়ে শিক্ষকের আত্মহত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদরের ধলিয়া খালের ব্রীজের উপর থেকে লাফিয়ে পড়ে মো: আইয়ুব আলী মজুমদার(৬৩) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ১৯ এপ্রিল দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী মজুদার মাটিরাঙ্গা উপজেলাধীন কাইশ্যারামপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ নাতী-নাতনি রেখে গেছেন। তার স্ত্রী আলেয়া বেগম মাটিরাঙ্গার পলাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ঘটনার দিন মাটিরাঙ্গার দারুচ্ছুন্নাহ মাদরাসা জামে মসজিদ থেকে জোহরের নামাজ আদায় শেষে মসজিদের পার্শ্বে ধলিয়া ব্রীজের উপর থেকে লাফিয়ে শতাধিক ফুট গভীরে পড়ে যান।
এসময় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এদিকে সেতু উপর থেকে সাবেক স্কুল শিক্ষকের লাফিয়ে আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে সেখানে তার ছাত্র-ছাত্রীসহ শতশত মানুষ ভীড় করে।
নিহতের ছোট ভাই মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৈয়ব আলী মজুদমদার বলেন, দীর্ঘদিন ধরে তার বড় ভাই (মো. আইয়ুব আলী মজুমদার) মানসিকভাবে বিপর্জস্থ ছিলেন। স্ত্রী স্কুলে গেলে তিনি প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যেতেন। এর আগেও কয়েকমাস আগে তিনি বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন। অনেক খোজাাখুজির পর তাকে চট্টগ্রাম অক্সিজেন এলাকায় পাওয়া যায়।
মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দীঘিনালায় তামাক চুল্লিতে কাঠ পোড়ানোয় ৭০হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় তামাক চুল্লিতে কাঠ পোড়ানোর বিরুদ্ধে অভিযান চার তামাকচাষিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১৯ এপ্রিল দুপুরে ৪টি তামাক চুল্লিতে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে কয়েক ‘শ তামাক চুল্লি রয়েছে। এসব চুল্লিতে প্রতিদিন অবৈধভাবে কয়েক শত শত মণ কাঠ পোড়ানো হয়। এ ছাড়া জনবসতিপূর্ণ এলাকায় তামাক চুল্লিগুলো স্থাপন করায় তামাক পোড়ানোর (শোধন) গন্ধে এলাকাবাসীকে চরম ভোগান্তি ও অস্বস্তিতে দিন কাটাতে হচ্ছে। এ কারণে স্থানীয় ব্যক্তিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান শুরু করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছেন, উপজেলার হাচিনসনপুর ও কবাখালী মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তামাক চুল্লিতে কাঠ পোড়ানোর দায়ে মো. নূরুল আবসারকে ২৫ হাজার, মো. ইউনুস মিয়াকে ২৫ হাজার, মো. জয়নাল আবেদীনকে ১০ হাজার ও মো. দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কার্যালয়ের পরিসংখ্যানের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা বলেন, এ বছর উপজেলায় ৪১৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। প্রতি হেক্টর জমির তামাক শোধনে একটি চুল্লির প্রয়োজন হয়। সে হিসাবে উপজেলার বিভিন্ন এলাকায় চার শতাধিক তামাক চুল্লি রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ফাহমিদা মুস্তফা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এ অভিযান অব্যাহত থাকবে।