মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চিকিৎসকের প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত
রাউজানে চিকিৎসকের প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় তিশা আকতার (৬) নামের এক শিশু স্কুল নিহত হয়েছে। (১৮ এপ্রিল) সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ পাশে কাতালপীর শাহ দরগা মাজার গেইটে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু তিশা আকতার সেই উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওর্য়াডের খান পাড়া গ্রামের টমটম চালক মোহাম্মদ নুরুর মেয়ে। মেয়েটি ৪ বোনের মধ্যে সেই সবার ছোট। সে চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মেয়েটি তার খালার বাড়ী থেকে ফেরার পথে গাড়ী থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় রাঙ্গুনীয়া থেকে আসা চট্টগ্রাম নগরমুখী একটি প্রাইভেট কার (চট্ট মেট্রো গ-১৩-১১৮৩) তাকে ধাক্কা দেয়। এসম তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন জানান, রাঙ্গুনীয়ার একটি হাসপাতালের চিকিৎসকের গাড়ির ধাক্কায় মেয়েটি মারা যায় তিশা নামে এক শিশু। পরিবারের অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।