বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চলন্ত ট্রেন থেকে ২ যাত্রী নিক্ষেপ, নিহত ১
চলন্ত ট্রেন থেকে ২ যাত্রী নিক্ষেপ, নিহত ১
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে শিমুলিয়া রেলক্রসিংয়ে চলন্ত ট্রেন থেকে দুই যাত্রীকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা৷ ঘটনাস্থলে আব্দুল মমিন নামে এক যাত্রী নিহত হয়েছেন৷ অপর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, ২৩ মার্চ বুধবার সকালে শিমুলিয়া রেলক্রসিংয়ের পূর্ব পাশে মৃত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা নরসিংদী জিআরপি থানাকে খবর দিলে ঘটনাস্থল থেকে জিআরপি পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে৷
জানা গেছে, নিহত ব্যক্তির নাম মমিন৷ সে নওগাঁ জেলার বদলগাছি থানার মিঠাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে৷ অপর এক যাত্রীকে শিমুলিয়ার একশ গজ পূর্ব দিক থেকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷ আহত ব্যক্তি কক্সবাজার জেলার রামু থানার সাবেক রোমকা গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে হাসান মাহমুদ৷
এই বিষয়ে আহত হাসান মাহমুদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টায় বিমানবন্দর রেলস্টেশন থেকে আমরা দুজন চট্টগ্রামগামী প্রভাতী এক্সপ্রেস ট্রেনে উঠি৷ ট্রেনটি ছাড়ার পর ছিনতাইকারীরা আমাদের ঘিরে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়৷ তাদের সঙ্গে হাতাহাতির করলে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়৷
জিআরপি নরসিংদীর এসআই মাহবুব আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নিহত মমিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী থানায় নেওয়া হয়েছে এবং আহত হাসান মাহমুদকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তত্পরতা শুরু হয়েছে৷