বুধবার ● ২০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বাছিত হত্যা মামলার আসামী ফারুক গ্রেফতার
বিশ্বনাথে বাছিত হত্যা মামলার আসামী ফারুক গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত (২৫) হত্যা মামলার ২ নং আসামি ফারুক আহমদ কে বিশ্বনাথ থানার এসআই রুমেনের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মৌলভীবাজার জেলার বড়লেখা এলাকা থেকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ।
এব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২ নং আসামি ফারুক আহমদ কে মৌলভীবাজার জেলার বড়লেখা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত নিহত হন। নিহত ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজের ছাত্রলীগের একজন কর্মী।
আরও জানা যায়, তাদের বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা রয়েছে। রাস্তাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। কিন্তু এই রাস্তায় গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে একদিন হঠাৎ করে গত শুক্রবার দিবাগত রাতে সুমন নামে একজন পিকআপে করে লাকড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসে এসময় বাছিত তাকে নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য।
এনিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । আহত অবস্থায় বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে সে শেষ নি:শ্বাস ত্যাগ করে।
বিশ্বনাথে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল সম্পন্ন
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরের পুরাণ বাজারস্থ ব্যাংকের নতুন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দীন।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. ফয়জুল হক।
ব্যাংকের এসএভিপি ও শাখা প্রধান মুহাম্মদ মুহিব উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী ম্যানেজার জালাল উদ্দীন আহমদ ও ব্যাংক কর্মকর্তা রাশেদুল হকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যাংক কর্মকর্তা আব্দুল হাকিম।
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এজেন্ট মালিক, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথে উপজেলা পৌর বিএনপি’র ইফতার মাহফিল সম্পন্ন
বিশ্বনাথ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো তথ্য মতে ১০ বছর পূর্বে ইলিয়াস আলীকে আইন প্রয়োগকারী সংস্থা গুম করেছে।
কিন্তু তারা তা অস্বীকার করছে। তবে একদিন জনগন ইলিয়াস গুমের জবাব দিতে হবে সরকারকে। আর সে সময় সামনে অপেক্ষা করছে। কারণ দেশে ইলিয়াস আলীর মতো সাহসী নেতা কমই আছেন। তাই এখনো ইলিয়াস আলীর জন্য হাজারো নেতা প্রাণ দিতে প্রস্তুত।
তিনি মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকায় ‘বিএনপি সাবেক সাংগঠনিক এম. ইলিয়াস আলী ও তার গাড়ী চালক আনছার আলীকে সরকারের গুম নামক কারাগারে ১০ বছর বন্দির’ প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, চিরস্থায়ী ক্ষমতায় থাকার কৌশলে আওয়ামী লীগ আজ গণতন্ত্রকে লুন্ঠিত করেছে। দেশকে দূর্ণীতির দেশে পরিণত করেছে। এখন দেশে বিএনপি দল করলেই আসামী হতে হয়, গুম হতে হয়। দেশের জনগণ এই দূর্ণীতি-দুঃশাসন, অপঃশাসনের প্রতিকার চায়। বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুণরুদ্ধার করতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোজাহিদ আলী, মখন মিয়া।
সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরমান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সাইদুর রহমান রাজু, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সাদস্য সচিব ফাহিম আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী লোকমান আহমদ ও শেষে দোয়া পরিচালনা করেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির মাওলানা আবুল বশর মো. ফারুক।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।