শুক্রবার ● ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় বিনামূল্যে সার-বীজ বিতরণ
মাটিরাঙ্গায় বিনামূল্যে সার-বীজ বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে ২০২১-২২ অর্থবছরের খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মিজ তৃলা দেবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মো: হাছিনা বেগম।
এসময় মাটিরাঙ্গা পৌরসভায়, ১৫০ জন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ১৪০ জন, বেলছড়ি ১৬০ জন, গোমতী ১৫০, আমতলী ১২০, বড়নাল ১৫০, তবলছড়ি ১৬০, তাইন্দং ১৭০ জন করে উপজেলায় মোট ১ হাজার ২’শ কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।
এছাড়াও উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষকরা উপস্থিত ছিলেন।