রবিবার ● ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর পাবে ভূমিহীন ও গৃহহীন ৩০৫ পরিবার
নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর পাবে ভূমিহীন ও গৃহহীন ৩০৫ পরিবার
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিধান ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে আগামী ২৬ এপ্রিল এ উপলক্ষে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
রবিবার ২৪ এপ্রিল সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাখিল হোসেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, যুগ্মসাধারণ সম্পাদক চৌধুরী, প্রেসক্লাবের সদস্য মহিবুর রহমান, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি অঞ্জন রায়, সাংবাদিক সাগর মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, যুবলীগ নেতা দিপন ধর প্রমূখ।
উল্লেখ্য প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে ২০২০-২০২১ অর্থবছরে ১ ম পর্যায়ে সারাদেশে ৬৬১৮৯ টি গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে হবিগঞ্জ জেলায় ৭৮৭ টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে । ২ য় পর্যায়ে সারাদেশে ৫৩,৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের মধ্যে হবিগঞ্জ জেলায় ০৯ টি উপজেলার জন্য ৩৫৫ টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে ।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় ৩ য় পর্যায়ে ৩২,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রধান কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন । এ পর্যায়ে হবিগঞ্জ জেলার ০৯ টি উপজেলার জন্য ৯৪১ টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েচে। যার মধ্যে ৭৭৩ টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে । এর মধ্যে নবীগঞ্জ উপজেলায় ৩০৫ টি ঘর উদ্বোধন করা হবে।