রবিবার ● ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বাছিত হত্যা মামলার প্রধান আসামী সুমন ঢাকা থেকে গ্রেফতার
বাছিত হত্যা মামলার প্রধান আসামী সুমন ঢাকা থেকে গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত (২৫) হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। আজ শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় তাকে ঢাকার বারি ধারা এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
সুমন উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের মৃত নামর মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই রুমেন আহমদ।
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত নিহত হন। নিহত ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজের ছাত্রলীগের কর্মী।
জানা যায়, তাদের বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা রয়েছে। রাস্তাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই রাস্তায় গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে সুমন নামে একজন পিকআপে করে লাকড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসে এসময় বাছিত তাকে।
নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য। এনিয়ে তর্কাতর্কি শুরু হয় দুজনের মধ্যে। এক পর্যায়ে সুমন বাছিতকে স্টেপ করে। আহত অবস্থায় আব্দুল বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে সে শেষ নি:শ্বাস ত্যাগ করে।
বিশ্বনাথে গণমাধ্যম কর্মিদের সম্মানে ডেফোডিলের ইফতার মাহফিল
বিশ্বনাথ :: গণমাধ্যম কর্মিদের সম্মানে সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ডেফোডিল এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) পৌর শহরের একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেনের নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাভেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনিরুল হক, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য রফিক হাসান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজসম্মুল আলী রাজু, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, মোহাম্মদ আলী শিপন, সদস্য মো. আবুল কাশেম, নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রোহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সোহেল, মিছবাহ উদ্দিন, আব্দুস সালাম, মশাহিদ আলী, বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সেলিম আহমদ, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, কামরুল রেজা স্মৃতি পাঠাগারের পৃষ্ঠপোষক ফখরুল ইসলাম রেজা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, তন্ময় দেবরায়, বর্তমান সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক বকুল আহমদ, বিজয় দেব, সাংগঠনিক সম্পাদক সাবেল আহমদ খান, সহ সাংগঠনিক শাহজাহান আলী, সহ অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রশিদ, সদস্য ঝুমন আহমদ, রাহেল মিয়া, আবির আব্দুল্লাহ, সাকিব আহমদ হাসান, জাবের আহমদ, শহিদুল ইসলাম, আল তাহমিদ প্রমুখ।