শুক্রবার ● ২৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির মাইসছড়ি ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ
খাগড়াছড়ির মাইসছড়ি ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ির ৪নং মাইসছড়ি ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ২৯ এপ্রিল দিনভর মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা এসব চাল বিতরণ করেন।
খাগড়াছড়ির মাইসছড়ি ইউনিয়নের ১৬৯১দুস্থ অসহায় পরিবার ঈদ উপলক্ষে এসব চাল পেয়েছেন।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার শ্রুতি চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মহালছড়ি, খাগড়াছড়ি। ইউনিয়ন পরিষদের সচিব
জ্ঞান প্রভা চাকমা, প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা।
৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি বছরের ন্যয় এবারও মানবিক ত্রাণ সহায়তা হিসেবে জনপ্রতি ১০কেজি করে মোট ১৬৯১জন হত-দরিদ্র মানুষকে এই চাল বিতরণ করা হচ্ছে।