শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বন্দুকযুদ্ধে নিহত ১: অস্ত্র উদ্ধার
গাজীপুরে বন্দুকযুদ্ধে নিহত ১: অস্ত্র উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন দিলু (৩৫) নামে একজন নিহত হয়েছেন৷
২৫ মার্চ শুক্রবার ভোর ৩টার দিকে টঙ্গীর মিরাশপাড়া নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে৷ এ সময় র্যাবের দুই সদস্য আহত হন৷ আহত র্যাব সদস্যরা হলেন- নায়েক নাছির উদ্দিন ও কনস্টেবল হাবিজ উদ্দিন৷ দেলোয়ার হোসেন দিলু টঙ্গীর আরিচপুর এলাকার মৃত আবদুর রহিম গাজীর ছেলে৷ ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল, দুইটি গুলি, একটি ম্যাগজিন, ৩টি ছোরা ও টাকা উদ্ধার করেছে র্যাব৷
র্যাব-১ এর অপারেশন অফিসার (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান রাজিব জানান, ভোরে ব্যবসায়ীক বিরোধ নিয়ে মিরাশপাড়া নদীবন্দরের পাশে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি শুরু হয়৷ খবর পেয়ে রর্যাব-১-এর সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা গুলি করে৷ এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়৷ একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দিলুকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি, একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৩টি ছোরা, ১৯৬টি ইয়াবা, ১০-১২ জোড়া স্যান্ডেল ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়৷ দিলুর বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি, ইয়াবা ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে৷
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, শুক্রবার সকালে টঙ্গী সরকারি হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. মো. আবদুস সালাম সরকার জানান, দিলুর লাশ সকাল ১১টার দিকে হাসপাতাল মর্গে আনা হয়েছে৷