বৃহস্পতিবার ● ৫ মে ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঈদের দিনে আওয়ামী লীগ ও বিএনপি নেতার কোলাকুলি ভাইরাল
ঈদের দিনে আওয়ামী লীগ ও বিএনপি নেতার কোলাকুলি ভাইরাল
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ঈদের নামাজের পর কোলাকুলি করছেন। এ সময় তারা পরস্পরের কুশল বিনিময় করেন। আওয়ামী লীগ ও বিএনপি নেতার কোলাকুলির ঘটনা এখন ভাইরাল। এই আনন্দঘন মুহূর্তে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ পরবর্তী তাদের এই সৌহার্দ্যপূর্ণ অবস্থান কালীগঞ্জে ভালোবাসা ও সেতুবন্ধনের এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরীর ইঙ্গিত বহন করে।
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা : ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু
ঝিনাইদহ :: বেপরোয়া গতিতে মোটর বাইক চালানোর ফলে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মহেশপুরে দুই যুবক নিহত হয়েছেন। ৪ই মে বুধবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। মহেশপুর থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন দুর্ঘটনায় চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে শাহিন শাহ (২২)এবং বাবর আলীর ছেলে সাগর (১৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। মহেশপুর উপজেলার মদনপুর নামক স্থানে মোটরসাইকেল (অ্যাপাচি আরটিআর) নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের (খুঁটির) সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে ঈদের দিন বর্ষণমুখর আবহাওয়ার কারণে উঠতি বয়সের যুবক-যুবতীরা ঘোরাঘুরি করতে না পারলেও ঈদের দ্বিতীয় দিন তারা বেপরোয়া হয়ে ওঠে। বেপরোয়া গতিতে মোটর বাইক চালিয়ে ও ডিজে ড্যান্স দিয়ে পিকআপ ভান করে তারা শহর এবং গ্রাম দাপিয়ে বেড়ায়।
অসহায় শিশুদের ঈদ উপহার দিল জাহেদী ফাউন্ডেশন
ঝিনাইদহ :: অসহায় ও অস্বচ্ছল শিশুদের র ঈদ উপহার দিল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশন। সোমাবর দুপুরে ঝিনাইদহ মুসা মিয়া বুদ্ধি বিকাশ কেন্দ্রের অসহায় শিশুদের তার ঈদ উপহার তুলে দেয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপসস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। প্রথমে জেলা প্রশাসক এ অনুষ্ঠানের এসে বিদ্যালয় পরিদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদরের ইউএনও এস.এম শাহিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তসলিমা খাতুন, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, আমেনা খাতুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকু। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।