মঙ্গলবার ● ১০ মে ২০২২
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথের বোরো ধান ক্রয় শুরু
বিশ্বনাথের বোরো ধান ক্রয় শুরু
বিশ্বনাথ প্রতিনিধি :: ৯ মেট্রিক টন ধান ক্রয়ের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও সিলেটের বিশ্বনাথে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো মৌসুমের ধান ক্রয় বা সংগ্রহ শুরু করেছে উপজেলা খাদ্য গুদাম। সোমবার (৯ মে) সকালে ধান ক্রয় বা সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলায় এবছর ৯৫৫ মেট্রিক টন বোরো ধান ও ১২৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সদরের অঞ্জন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কনক রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদুর রউফ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি মনধন চন্দ্র দাস, পৌর সহায়ক কমিটির সদস্য ফজর আলী প্রমুখ।
বিশ্বনাথে দশঘর ইউনিয়ন কৃষক লীগের কর্মী সভা অনুষ্ঠিত
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন কৃষক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মে) বিকেলে দশঘর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে কর্মীসভাটি অনুষ্ঠিত হয়। সভায় হেলাল উদ্দিন সভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সুফু মিয়া ও শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিস্ট দশঘর ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুলের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখে দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী কামাল হোসেন, দশঘর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার জুবেল মিয়া, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, দেওকলস ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য শহিদুজ্জামান সেলন, জিয়াউর রহমান জিয়া, যুবলীগ নেতা কাওছার আলী, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কৃষক লীগ নেতা সুফু মিয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা ঝুমন মিয়া। কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মারফত আলী, আওয়ামী লীগ নেতা আনা মিয়া, কৃষক লীগ নেতা লিটন মিয়া, আনা মিয়া-২, লাল মিয়া, নজরুল ইসলাম-২, শ্রমিক লীগ নেতা ফিরুজ আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল মিয়া, ছাত্রলীগ নেতা জালাল মিয়া, মালিক মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।