বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে ৭টি ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা
ঝালকাঠিতে ৭টি ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠিতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার ঝালকাঠি লঞ্চঘাট ঢাকাগামী সুন্দর বন লঞ্চ অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সায়েম ।
অপরদিকে এক অভিযানে শহরের মনোজ ষ্টোরে অবৈধভাবে সোয়াবিন তৈল মজুদ করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া ঝালকাঠি ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস রবিবার শহরে অভিযান চালিয়ে বেশী দামে সোয়াবিন তৈল বিক্রির অভিযোগে কালাচাঁদ বনিককে ২ হাজার টাকা,আক্কাস ষ্টোর কে ২ হাজার টাকা, হাসান ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার গত সোমবার শহরের মনোজ ষ্টোরে অভিযান চালিয়ে ৭০০ লিটার তৈল উদ্ধার করেন
বেশি লাভের আশায় এই তৈল মজুদ করে ছিল। তৈল মজুদ করার অপরাধে মনোজ ষ্টোরের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন।এবং উদ্ধার কৃত তৈলপূর্বের দামে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়।
মঙ্গলবার বিকেলে শহরে অবৈধভাবে তেল মজুদ করার দায়ে সুনীল হালদারের দোকানে ৩০ হাজার টাকা ও বিমল রায় ষ্টোরে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ঝালকাঠির বিভিন্ন কোম্পানির সোয়াবিন ডিলারের গোডাউন পরিদর্শন করেন।
ব্যবসায়ীদের সতর্ক করে বলেন সোয়াবিন তৈল এর বোতলের গায়ে লিখা দামের চেয়ে বেশি দাম নিলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অভিযান অব্যাহত থাকবে আপনারা সতর্ক হয়ে যান বলে জানিয়েছেন।