সোমবার ● ৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বিশ্বনাথে দূর্গাপুজাকে সামনে রেখে চলছে প্রতিমা তৈরির ধুম
বিশ্বনাথে দূর্গাপুজাকে সামনে রেখে চলছে প্রতিমা তৈরির ধুম
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: হিন্দু ধর্মের সব চেয়ে বড় উত্সব শারদীয় দূর্গাপূজা৷ পূজার আর মাত্র কিছু দিন বাকি থাকলে সিলেটের বিশ্বনাথ উপজেলায় র্দুগাপূজার ব্যাপক প্রস্ততি চলছে ৷ শেষ মূর্হুতে প্রতিটি পাড়া-মহলায় চলছে প্রতিমা তৈরির ধুম ৷ দিন-রাত সমান তালে করে প্রতিমা তৈরি করে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পিরা ৷ এখন শুধু বাকি রয়েছে প্রতিমায় রং তুলির কাজ ৷ আগামী ২/৩ দিনের মধ্যে রং তুলির কাজ শুরু হবে বলে প্রতিমা শিল্পীরা জানান ৷ পূজা আসলেই প্রতিমা তৈরি শিল্পীদের কদর ৷ পূজা চলে গেলে তাদের কদর কমে যায় ৷ এদের ভাগ্যের কোন পরিবর্তণ হয় না৷ পায় না কোন সরকারি সাহায্য সহযোগীতা ৷
রোববার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,বিভিন্ন মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ ৷ অনেক প্রতিমা শিল্পীরা বাড়িতে চলে গেছেন ৷ দুই একদিন পর প্রতিমা শিল্পীরা এসে রং তুলির কাজ করবেন ৷ উপজেলার আট ইউনিয়নে গত বছরে ২৩টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্টিত হয় ৷ এবছরে ২৪টি পূজা মন্ডপে পূজা অনুষ্টিত হবে বলে জানা গেছে ৷
এদিকে, উপজেলায় প্রায় ১১টি মন্ডপ ঝুকিপূর্ণ বলে জানাগেছে ৷ গত বছরেও এসব মন্ডপগুলো ঝুকিপূর্ণ ছিল ৷ তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ এবছরও শান্তিপূর্ণভাবে পূজা পালন হবে বলে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান ৷
প্রতিমা তৈরি শিল্পিরা জানান, এসব পূজা মন্ডপে প্রতিমা সরবারহ করতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা ৷ তাই খাওয়া-দাওয়া শেষে আরাম করার সময়টুকুও তাদের নেই ৷
তারা জানান, বাঁশ ও খড় দিয়ে প্রতিমা অবকাঠামো তৈরির পর মাটি দিয়ে প্রলেপ দিচ্ছেন শিল্পিরা ৷ বছরের এই সময়টা ব্যস্ততায় কাটলেও অন্য সময় তাদের হাতে থাকেনা কাজ ৷ কিন্তু কঠোর পরিশ্রম করেও তাদের কাটাতে হয় মানববেতর জীবন ৷ তাই অনেকেই বাধ্য হয়ে বাপ-দাদার এই পেশা টিকে রেখেছেন কোন রকমে ৷ কেহ কেহ এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে ৷
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত আর্চায্য জানান, এবছরে ব্যক্তিভাবে ৪টি মন্ডপে ও সর্বাজনীন ২০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে ৷ গত বছরের পূজা কমিটি দিয়ে এবছরও পরিচালনা করা হবে ৷ শান্তিপূর্ণভাবে ধর্মীয় উত্সব পূজা পালন করার জন্য তিনি আহবান জানান ৷
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, উপজেলার পূজা মন্ডপগুলোতে পুলিশ মোতায়েন থাকবে ৷ পূজা মন্ডপগুলোতে যারা বিশৃংঙ্খলা সৃষ্টি করা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে ৷ আপলোড :৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ২.২৫মিঃ