শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » ঢাকা » আল জাজিরার সাংবাদিক নিহতে ঘটনায় নিন্দা
আল জাজিরার সাংবাদিক নিহতে ঘটনায় নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: ১১ মে , ২০২২ বুধবার জেনিন শহরের কাছে ইসরায়েলি নিরাপত্তা অভিযানের মধ্যে দায়িত্বপালনের সময় ইহুদি এই দেশটির সেনাদের গুলিতে নিহত হন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন সাংবাদিক শিরীন আবু আকলেহ।
আলজাজিরার নিদা ইব্রাহিম বলেছেন, কোন পরিস্থিতিতে শিরীন আবু আকলেহের মৃত্যু হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। কিন্তু এই ঘটনায় সামনে আসা একটি ভিডিওতে আবু আকলেহকে মাথায় গুলি করা হয়েছে বলে দেখা গেছে।
১৩ মে ২০২২ এই ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা । এই মানবতাবিরোধী কার্যক্রমের তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ।
বাংলাদেশের সাংবাদিকরা যেমন স্বাধীন প্যালেস্টাইন আন্দোলনকে সমর্থন করে তেমনি সেখানে সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করারও দাবি জানায়।
নেতৃবৃন্দ অধিকৃত প্যালেস্টাইনে কর্মরত সাংবাদিকদের প্রতি সংহতি জানান।
দায়িত্বপালনকালে সাংবাদিকের ওপর চালানো এ সহিংস ঘটনায় আমরা হতভম্ব। এ হত্যার মাধ্যমে ইসরাইল গণমাধ্যমের কণ্ঠ বন্ধ করতে চায়, যা আন্তর্জাতিক আইনেরও সম্পূর্ণ লঙ্ঘন। শিগগিরই তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় মানবতার শত্রু ইসরাইলকে এর জন্য চরম মাশুল গুনতে হবে।
আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে চূড়ান্তভাবে রুখে দিতে না পারলে মানবতা ও মানবজাতি যে চরম অস্তিত্ব সঙ্কটে পড়বে তাতে কোনো সন্দেহ নেই।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরে ইসরায়েলি অভিযানের মধ্যে দায়িত্বপালনের সময় বুধবার তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
তিনি আল জাজিরার বিগত দুই দশক ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় ইন্তেফাদার সময় থেকে আল জাজিরার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।