শুক্রবার ● ২৫ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » অন্যের সেলাই মেশিন চালিয়ে অনার্স পড়ছেন রানা আহম্মেদ
অন্যের সেলাই মেশিন চালিয়ে অনার্স পড়ছেন রানা আহম্মেদ
ঝিনাইদহ প্রতিনিধি :: মেধা থাকলে কি হবে ? অর্থের অভাবে রানা আহম্মেদের লেখাপড়া বন্ধ হতে চলেছে৷ অপরের ধার করা সেলাই মেশিন চালিয়ে অবসরে যে টাকা আয় হয়, তাই দিয়ে চলে রানার অনার্স পড়ার খরচ৷ রানার বাবা আব্দুল হালিম ওরফে ট্যাংরা পেশায় ঝিনাইদহের সাধুহাটী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকরী করেন৷ অনার্স পড়ুয়া ছেলে রানা ছাড়াও রানী নামে তাদের ঘরে আরেকটি সন্তান আছে৷ রানী সদর উপজেলার বংকিরা হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী৷ তাদের বাড়িও সদর উপজেলার বংকিরা গ্রামে৷ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম মনসাদ জানান, গ্রাম পুলিশের চাকরী করে আব্দুল হালিমের সংসার চলে না৷ তার উপর দুই সন্তানের পেড়ালেখার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি৷ রানা আহম্মেদ শৈলকুপার শেখপাড়া ডিএম কলেজে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স পড়ছেন৷ প্রথম বর্ষে তার রোল নং ৫৷ রানা আহম্মেদ জানান, প্রতিবেশি দারুলের স্ত্রী পারভিনা খাতুনের সেলাই মেশিন ধার করে তিনি কাপড় সেলাই করেন৷ তিনি নিজেই কাপড় কাটেন এবং নিজেই সেলাই করেন৷ তার কাজে বোন রানী ও মা রিনা খাতুন সাহায্য করেন৷ এ ভাবে যে টাকা আয় হয় তা দিয়ে চলে তার পড়ালেখার খরচ৷ টাকার অভাবে তিনি ঠিকমতো কলেজেও যেতে পারেন না বলে রানা জানান৷ একটি বা দুইটি সেলাই মেশিন কেও দান করলে রানা ও তার বোন রানীর পড়ালেখার খরচ চলতো বলে জানান রানার মা রিনা খাতুন৷ রানার সাথে কোন সহৃদয়বান দানশীল ব্যক্তি কথা বলতে চাইলে ০১৭৬৪০৫৭১৮৭ নাম্বারে কথা বলতে পারেন৷