শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন শামীম
মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন শামীম
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠির ঐতিহ্যবাহী উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি,সাবিহা কেমিক্যাল ওয়ার্ক এর পরিচালক,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক গরিবের সুলতান খ্যাত মো.শামীম আহম্মেদ।
১৩ মে শুক্রবার সকালে উদ্বোধন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিছুর রহমান পলাশ জানান,স্কুল পরিচালনায় গত ১০ মে মঙ্গলবার এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ৪ জন নির্বাচিত হয়েছেন, তারা হলেন: মো.নজরুল ইসলাম খবির,মো.আফজাল হোসেন খান, মো.মাহাবুব বাকলাই ও মো.ফারুক হাওলাদার। এছাড়া দাতা সদস্য নির্বাচিত হয়েছেন ১জন ও তিনি স্কুলের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান পলাশ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় বারের মত উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কিমিটির নির্বাচিত সভাপতি মো.শামীম আহম্মেদ বলেন, তিনি ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।
ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে ফ্রি চিকিৎসার
ঝালকাঠি:: ঝালকাঠি অসহায় প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবার ও ওষুধ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৮টায় শহরের ইসলামীয়া মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান ঝালকাঠি শাখার উদ্যোগে দিনব্যাপি এ স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ঝালকাঠি পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু। আলোচনা সভায় উপস্থিত প্রবীনরা ঝালকাঠিতে হাসপাতাল ও বৃদ্ধাশ্রম স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে একটি সরকারী জমি বরাদ্দের দাবি জানান। উল্লেখ্য প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতি শুক্রবার এই চিকিৎসেবা প্রদান করা হবে।