রবিবার ● ১৫ মে ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » পানের বরজে গাঁজা চাষের অপরাধে পানচাষী আটক
পানের বরজে গাঁজা চাষের অপরাধে পানচাষী আটক
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের হরিনাকুুন্ডতে আবাদি পান বরজ থেকে ১৩টি গাঁজা গাছসহ আব্দুল রহমান (৪৫) নামে এক পান চাষীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ মে) রাত আনুমানিক পনে নয়টার সময় উপজেলার তাহেরহুদা ইউনিয়নের খলিশাকুন্ডু মসজিদ পাড়া মাঠে অবস্থিত আটককৃত পান চাসীর নিজ পান বরজ থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রহমান মোল্লা খলিসাকুন্ডু গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহমান তার নিজ আবাদি পানের বরজের ভিতর পান গাছের সাথে গাঁজার গাছ রোপণ করে। পরবর্তীতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই জগদীশ চন্দ্রবসু ও এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ দিন বিকাল ৪টা থেকে অভিযান পরিচালনা করে রাত পনে নয়টা নাগাদ আসামীর নিজ বরজ থেকে ১৩টি গাঁজা গাছ সহ তাকে আটক করে। অধিক লাভের আশায় গাঁজার বীজ সংগ্রহ করে গোপনে ও কৌশলে চাষাবাদ করে আসছিল বলে হরিণাকু-ু থানা পুলিশের কাছে স্বীকার করেছে আটককৃত পানচাষী। হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ওই পানচাসীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে হরিনাকুন্ডুকে মাদকমুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি মাদক বিরোধী আভিজান সফল করতে সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতা কামনা করেছেন।
ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতি মামলার আসামি পেলেন নৌকার মনোনয়ন
ঝিনাইদহ :: ঝিনাইদহ পৌরসভার লাখ লাখ টাকার চেক জালিয়াতি চক্রের প্রধান হোতা আসাদুজ্জামান চানকে নৌকার মনোয়ান দেওয়া হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে দলের মনোনয় বোর্ড আসাদুজ্জমান চানকে মনোনয় প্রদান করেন। এ নিয়ে ঝিনাইদহ রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। প্রার্থী মনোনয়ন বাতিলের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বিরুপ মন্তব্য করে নানা ধারণের পোস্ট দিচ্ছেন। অনেকের অভিযোগ টাকার বিনিময়ে একজন দুর্নীবাজকে নৌকার প্রার্থী করা হয়েছে। এদিকে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার বিকেলে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন আওয়ামী লীগ। এতে পাগলাকানাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসেম আলী, ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সদর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান আওয়ামী লীগের কোন কর্মী না তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক দিয়ে মনোনীত করেছে। এটা অত্যান্ত দুঃখজনক শুধু তাই নয় তার বিরুদ্ধে চেক জালিয়াতি ও পৌরসভার অর্থ আত্মসাত্বের প্রমান মিলেছে । তাই এই মনোনয়ন বাদিল করে যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়ার আহবান জানান তারা।
দেশব্যাপী হামলা ও নৈরাজ্য সৃষ্টি করে আ’লীগ গনতান্ত্রিক আন্দোলন রুদ্ধ করতে চাই
ঝিনাইদহ :: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের উপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেছেন, দেশে গনতন্ত্রকে ফিরিয়ে আনতে বিএনপি যে সংগ্রাম শুরু করেছে তা কেউ দমাতে পারবে না। তিনি বলেন এ সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীরা পালানোর পথ পাবে না। অমিত শনিবার কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত প্রতবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাকে মুক্তি দিচ্ছে না। তিনি দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যার্থতাকে দায়ী করেন। জেলা বিএনপির আহবায়ক এ্যাড. এস এম মশিউর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব এ্যাড. এম এ মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ বিশ^াস, কৃষকদল নেতা আনোয়ারুল ইসলাম বাদশা, শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, হরিণাকুন্ডুর হাসান মাস্টার, মহেশপুরের মেহেদি হাসান রনি ও কালীগঞ্জের আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
কোটচাঁদপুরে রেল লাইনের পাশ থেকে মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাদপুরে রেল লাইনের পাশ থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার আদর্শপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর। কোটচাদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, সকালে পথচারীরা রেললাইনের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। ওসি আরো জানান, ধারনা করা হচ্ছে ভোরের দিকে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। মৃতের শুধু মাথায় আঘাত রয়েছে। ধারনা সে ভিক্ষা করতো, গেটে বসে ছিল, যার জন্য কোন কারন বশত পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে।